একদিন বাবা-ছেলের আড্ডায়

হাবিব এখন অনেক ব্যস্ত। তার সিডিউল পাওয়া দুষ্কর। জিংগেল, ফিল্মের গান, অডিওর ব্যস্ততার পাশাপাশি যোগ হয়েছে মার্কস অলরাউন্ডারের বিচারকের দায়িত্ব। এত ব্যস্ততার মাঝেও তিনি যুগান্তরের জন্য সময় বের করেছেন। কিন্তু আড্ডায় গিয়ে দেখি ফেরদৌস ওয়াহীদের ব্যস্ততা আরও বেশি। জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ এত ব্যস্ত কেন? ‘আর বল না, চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পেয়েছি। ক্ষুদে গানরাজ ও সেরা কণ্ঠে এ পর্যন্ত যারা সেরা হয়েছেন তাদের নিয়ে ভিন্নধর্মী এ অনুষ্ঠান হচ্ছে।’ জানালেন ফেরদৌস ওয়াহীদ। বাহ্! ভালো তোঃ বাবাও এখন বিচারক। ছেলেও এখন বিচারক। একথা শুনে হাবিব হাসলেন। বললেন, ‘আমি তো ভাই বিচারকের দায়িত্ব নিয়ে মহাঝামেলায় পড়ছি। এ অনুষ্ঠানে সময় দিতে গিয়ে আমি অন্য কাজে সময়ও দিতে পারছি না।’

আমি বললাম, ‘অসুবিধা কি! ভালো টাকা পাচ্ছেন।’ আমার মুখের কথা কেড়ে নিয়ে হাবিব বললেন, ‘টাকা তো সবাই পায়। যে কোম্পানিগুলো এসব অনুষ্ঠান স্পন্সর করে তারা কি কখনও অনুষ্ঠানে বলে আমার পণ্য কিনুন! তারাও তো টাকার জন্যই এসব অনুষ্ঠান করেন।’ ফেরদৌস ওয়াহীদ হাবিবের কাছে জানতে চাইলেন, ‘বিচারক হয়ে কেমন এনজয় করছ?’ ‘এখন পর্যন্ত বোরিং। তবে আমি চেষ্টা করছি প্রতিযোগীদের দিয়ে বিনোদনমূলক কিছু করাতে। নইলে মনোটোনাস হয়ে যাচ্ছে। কারণ সব প্রতিযোগীরাই একই জিনিস করছিল বারবার।’ হাবিবের এ কথা শুনে ফেরদৌস ওয়াহীদ জানতে চাইলেন, ‘অন্য বিচারক যারা আছেন জুয়েল আইচ, অপি করিম, তারা কি এ বিষয়ে তোমার সঙ্গে একমত?’ ‘তারাও দেখলাম আমার কথায় সম্মতি জানিয়েছেন। কারণ ঘণ্টার পর ঘণ্টা এক জিনিস কতক্ষণ হজম করা যায়! আমি বিচারক হয়েই যদি এসব গ্রহণ করতে না পারি। দর্শকরা গ্রহণ করবেন কিভাবে? এসব তো বিনোদনমূলক অনুষ্ঠান। এখানে দর্শককে অবশ্যই আনন্দ দিতে হবে।’ এবার বাবা দ্বিমত পোষণ করে ছেলেকে প্রশ্ন করলেন, ‘দর্শক আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না তা তুমি কিভাবে বুঝতে পারবে?’

এদেশের দর্শক এখন বিদেশী চ্যানেল দেখছে। সেখানকার অনুষ্ঠানগুলো বিনোদনমূলক হয়। আমাদের অনুষ্ঠানগুলোও তাদের সঙ্গে পাল্লা দিয়ে করতে না পারলে ফ্লপ মারবে। আমি তো চাইব না আমার অনুষ্ঠান ফ্লপ মারুক। আসলে, ওই ছোট ছোট প্রতিযোগীদের দোষ নেই। তাদের অভিভাবকরাই হয়তো ভুল দিক নির্দেশনা দিয়েছেন বলেই এ অবস্থায়। যেমন এক প্রতিযোগী খুব সুন্দর একটা দেশের গান গাইল। তাকে আমি যখন বললাম, বালাম বা তার পছন্দের কোনও শিল্পীর একটা গান গাইতে। তখন সেই প্রতিযোগী আর ভালো গাইতে পারলেন না। এভাবে তো আর অলরাউন্ডার হবে না। শিশুদের কাছে শিশুসুলভ আচরণ আশা করে সবাই। তারা যদি বড়দের আচরণ করে সেটা অস্বাভাবিক দেখায়। তবে আমি প্রতিযোগীদের কিছু পরামর্শও দিয়েছি। আশা করছি, আগামী পর্বগুলো অনেক জমবে। দর্শকও আনন্দ পাবেন। যাই হোক, তুমি যে অনুষ্ঠানে বিচারক হলে তার কি খবর? হাবিবের কথার উত্তরে ফেরদৌস ওয়াহীদ বলেন, ‘সবে তো অনুষ্ঠানটা শুরু হয়েছে। কিছু সময় গেলে বোঝা যাবে।’ এর মাঝে হঠাৎ একটা ফোন এল ফেরদৌস ওয়াহীদের মোবাইলে। তিনি কথা বলা শেষ করে হাবিবকে বললেন, ‘তোমার সঙ্গে একটা মেয়ের কথা বলিয়ে দিতে চাই।’ একথা শুনে হাবিব হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, ‘কে সে?’ ‘তোমার এক ভক্ত। কুষ্টিয়া থেকে ফোন করেছে।

অনেকদিন ধরে আমাকে অনুরোধ করছে তোমার জন্য।’ ‘দাঁড়াও, আগে নম্বরটা দেখে নেই। আমাকে তো অনেক মেয়ে ফোন করে। দেখি, তাদের কেউ আবার তোমার মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে চায় কিনা!’ বাবার হাত থেকে মোবাইল নিয়ে হাবিব পরখ করে দেখলেন, নম্বরটি তার অপরিচিত। যেহেতু যুগান্তরের আড্ডায় মশগুল, তাই ফোনে কথা বলতে চাইলেন না হাবিব। এরপর নামাজের জন্য পাঁচ মিনিট সময় নিলেন। কথা প্রসঙ্গে ফেরদৌস ওয়াহীদ জানালে, সম্প্রতি তিনি মালদ্বীপ যাচ্ছেন একটা অনুষ্ঠান করতে। আরও অনেক প্রসঙ্গে কথা হল। এ ফাঁকে হাবিব এসে হাজির হলেন। সে তার বাবাকে জিজ্ঞেস করলেন, ছবির খবর কি? অর্থাৎ ফেরদৌস ওয়াহীদ পরিচালিত প্রথম সিনেমার হালহকিকত জানতে চাইলেন হাবিব। ‘দেখি, শিগগিরই বসব তোমার সঙ্গে। গান করতে হবে আগে, তারপর শুটিংয়ে যাব।’ জানালেন ফেরদৌস ওয়াহীদ। গত তারা ঝিলমিলে প্রকাশিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশার বিবাহপূর্ব আড্ডাটা বাপ-ছেলের নজরে পড়েছিল। ফারুকী-তিশার বিয়ের আয়োজন নিয়ে কথা বলতে বলতে হাবিব হাসতে হাসতে বাবাকে বললেন, ‘আচ্ছা, আমার বিয়ের অনুষ্ঠানটা কক্সবাজারে করলে কেমন হয়?’ বাবা বললেন, ‘ধুর! তা হলে কেউ যাবে না তোমার বিয়েতে। কারণ মানুষের হাতে এখন সময় কম।’ কেন? অতিথিদের যাতায়াত আমার খরচে করাব। ছেলের একথা শুনে বাবা বললেন, ‘তাহলে সবাইকে প্লেনের টিকিট দিতে হবে’। তখন আমি মজা করে হাবিবকে বললাম, ‘এক কাজ করুন আপনার বিয়ে উপলক্ষে বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর হান্ট করেন।

এমনকি এখানে টিভি পার্টনারও নিতে পারেন। তারা আপনার বিয়ের অনুষ্ঠান লাইভ দেখাবে। এয়ারলাইন্স কোম্পানি যাতায়াত খরচ দেবে ইত্যাদি ইত্যাদিঃ’। একথা শুনে হাবিব হাসতে হাসতে গড়িয়ে পড়লেন প্রায়। দীর্ঘসময় প্রাণ উজাড় করা হাসি দিয়ে হাবিব আমাকে বললেন, ‘আপনার আইডিয়াটা অবশ্য খারাপ না’। এবার প্রশ্ন করলাম, তা হলে আপনার বিয়েটা শিগগিরই হচ্ছে? হাবিবের উত্তর, ‘না। হলেও বছরখানেক পর।’ বিয়ে কি মোনালিসাকেই করছেন? ‘দেখা যাক। এক বছরে তো কত কিছুই হতে পারে।’ ছেলের কথায় ভাগ বসিয়ে ফেরদৌস ওয়াহীদ বলেন, ‘বিয়ে ব্যাপারটা পুরোদমেই আল্লাহর হাতে। উনি না চাইলে কিছুই হবে না। তবে আমি চাইব, হাবিব যা-ই করুক না কেন, মিউজিকে যেন আরও গুরুত্ব দেয়।’ হাবিব বললেন, ‘আমার কাছে সবার ওপরে মিউজিক। এর জন্য যদি আমার বিয়েও না হয়, তাতে কিছু যায় আসে না।’ আবার দুষ্টামির হাসি দিয়ে হাবিব বললেন, ‘মিউজিকের জন্য বউ ছাড়তে হলে তাও রাজি আছি।’ একথা শুনে ফেরদৌস ওয়াহীদ মিষ্টি হেসে বললেন, ‘এটা কিন্তু একটু বেশি হয়ে গেল হাবিব।’ এভাবেই কথার পিঠে কথা চড়ে আড্ডা এগিয়ে যায়। এ আড্ডা যেন শেষ হওয়ার নয়। একটানা প্রায় চার ঘণ্টা আড্ডা দিলাম সবাই। ফাঁকে ফাঁকে চা-বিস্কুটও চলল। এবার ফেরদৌস ওয়াহীদকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কি কখনও বাবা দিবসে বাবাকে উইশ করেছেন কিংবা ছেলের কাছ থেকে উইশ পেয়েছেন? ‘আমাদের সময় এসবের চল ছিল না। এখন প্রচলন থাকলেও, হাবিবের মনে থাকে না এসব। কিন্তু বিভিন্ন জন আমাকে উইশ করে।’ ফেরদৌস ওয়াহীদ একথা জানানোর সময় হাবিব মিষ্টি হাসির ঝলকানি দিয়ে চেয়ে থাকে। হাবিবের কাছে জানতে চাইলামÑ বিশ্বকাপ ফুটবলে সে কোন দলের সাপোর্টার? উত্তরে বলেন, ‘আমার প্রথম পছন্দ ইংল্যান্ড। দ্বিতীয় পছন্দ আর্জেন্টিনা।’ এ কথা শুনে তার বাবা বললেন, ‘এসবের মানে হয় না। ফুটবল বিশ্বকাপে তো আমাদের দেশ নেই। কাজেই যে দল ভালো খেলবে তার সাপোর্ট করা উচিত। বাড়াবাড়ি করা উচিত নয়।’

ফেরদৌস ওয়াহীদ ও হাবিব পরস্পরের ভালো বন্ধু। তারা একে অন্যের সবকিছুই শেয়ার করেন। বাপ-ছেলের ঈর্ষণীয় এ সম্পর্ক যে কোনও পরিবারের জন্য দৃষ্টান্ত হতে পারে। হাবিবের বাবা হিসেবে ফেরদৌস ওয়াহীদ গর্ববোধ করেন। অন্যদিকে হাবিবও বাবার প্রতি কৃতজ্ঞ। কারণ এ বাবার সন্তান না হলে তিনি সঙ্গীতের পথে নাও আসতে পারতেন। এছাড়া হাবিব যখন লন্ডন গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে তখন ফেরদৌস ওয়াহীদ বলেছিলেন, তোমার দ্বারা ব্যারিস্টারি পড়া হবে না। এসব বাদ দাও। মিউজিকের কোনও বিষয় নিয়ে পড়। তুমি মিউজিকেই ভালো করবে।’ বাবার কথায় হাবিব প্রথমে রাগ করলেও, শেষমেশ বাবার কথাই সত্যি হল হাবিবের জীবনে। এদেশের প্রতিটি পরিবারে যদি বাবা-ছেলের সম্পর্ক এরকম মধুর হয়, তবে আমরা জাতি হিসেবে আরও এগিয়ে যাব।

[ad#co-1]

Leave a Reply