বিনোদপুর-মুক্তারপুর রাস্তার বেহাল দশা

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়রে বিনোদপুর-মুক্তারপুর একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। বিনোদপুরের স্টিমারঘাট এলাকা থেকে মুক্তারপুরের বিসিক শিল্পনগরী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পাকা রাস্তাটির বেহাল দশা। পুরো রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার। যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাসত্মায় হাঁটু পর্যনত্ম পানি জমে যায়। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে প্রায়ই যানবাহন দুর্ঘটনায় পড়ে, যানজটের সৃষ্টি হয়। চরম ভোগানত্মির শিকার হচ্ছে জনগণ। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা পড়ে বিড়ম্বনায়। স্থানীয় মেম্বার ইসমাইল জানান, এই এলাকায় দুই হাজারের অধিক ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কল-কারখানা রয়েছে। দীর্ঘদিন ধরে রাসত্মাটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ট্রাক চলাচলে রাসত্মাটি দ্রম্নতই ভেঙ্গে স্থানে স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে গোটা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ ব্যাপারে রয়েছে উদাসীন। সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ লতিফ হোসেন জানান, এই রাসত্মাটির জন্য টেন্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে।

[ad#co-1]

Leave a Reply