ঢাকা-মাওয়া সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরো ২৯ জন। সোমবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমী (১৬) ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আজিজ শেখের মেয়ে।
আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশের বিশেষ শাখার দারোগা আব্দুর রব জানান, মাওয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে মহাসড়কের পাশে খাদে পড়ে পানিয়ে অর্ধেক নিমজ্জিত হয়। এতে ঘটনাস্থলে মৌসুমী মারা যান।
[ad#co-1]
Leave a Reply