মুন্সীগঞ্জে দলীয় সাংসদের মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বয়কট করলো আ’লীগ

মুন্সীগঞ্জের চরাঞ্চল চিতলীয়াতে গতকাল সোমবার বিকালে সরকারদলীয় সংসদ সদস্যের মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় আওয়ামী লীগদলীয় সহস্রাধিক নেতাকর্মী। বিএনপিদলীয় ইউপি চেয়ারম্যান ও চরাঞ্চলের মোল্লাকান্দির দুই গ্রুপের টানা সহিংসতার ঘটনায় থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও হাঙ্গামার মামলার আসামিদের নিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলীর আগমনকে কেন্দ্র করে সোমবার দলীয় নেতাকর্মীরা চিতলীয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বয়কট করেন। ‘উন্নয়নের রূপকার ইদ্রিস আলী এমপি’ শীর্ষক ব্যানার সংবলিত একাধিক তোরণ চরাঞ্চলের মোল্লাকান্দির চরডুমরিয়া বাজার থেকে শোভা পায় তার আগমন উপলক্ষে।

সরকারদলীয় সংসদ সদস্য ও সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে চরের আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবীর মাস্টার, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব মাস্টার, মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপিদলীয় চেয়ারম্যান ও বিস্ফোরক ও হাঙ্গামা মামলার আসামি আজিজুর রহমান মল্লিক, আসামি রিপন পাটোয়ারী ওরফে কাতার রিপন প্রমুখ। এতে ওই অনুষ্ঠানকে বয়কট করেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও চিতলীয়া বাজার কমিটির সভাপতি আক্তার মাহমুদের নেতৃত্বে সেখানকার সহস্রাধিক নেতাকর্মী। তবে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য এম ইদ্রিস আলী।

[ad#co-1]

Leave a Reply