ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মঙ্গলমাঝি নৌরুটে পদ্মা চ্যানেলে ঝড়ো হাওয়ার কারণে গতকাল মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম ওই দুটি নৌ-রুটে দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকে। ঝড়ের মুখে ৪টি ফেরি অর্ধশত যানবাহন ও ৬ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙরে থাকে।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝি নৌ-রুটের পদ্মায় ফেরি, সিবোট, লঞ্চ ও ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এ সময় মাওয়া ও কাওড়াকান্দি ফেরিঘাটের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদ্মায় উত্তাল ঢেউ ও স্রোতের তোড়ে নৌ-চ্যানেলে মাওয়ার কাছে রো- রো ফেরি ভাষা শহীদ বরকত, টাপলো, লেন্টিং ও রানীগঞ্জ মাঝ নদীতে নোঙরে থাকে। পরে বেলা পৌনে ১টার দিকে ওই ৪টি ফেরি গন্তব্যে পৌঁছে।
[ad#co-1]
Leave a Reply