মুন্সীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার

মুন্সীগঞ্জে “ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.আজিজুল আলম। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয় বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান এবং তথ্য অধিকার আইন ২০০৯ ও জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা.এএইচএম মোসলেহ উদ্দিন। সেমিনারে জেলার আইটি সেক্টরসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেয়।

মুক্ত আলোচনায় অংশ নেন সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ মো.শাজাহান মিয়া, রাজনীতিক মো.জামাল হোসেন ও মহসিন মাখন, মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু,সহকারী অধ্যাপক আহসান হাবিব চঞ্চল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান,ইঞ্জিনিয়ার আল আমিন আকাশ প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply