যন্ত্রনার নীল আকাশ – তাহের মাহমুদ

নীল আকাশ কেঁদে চলে প্রচ্ছন্ন আলোয়,
আলো-আধাঁরির দোলাচলে প্রগাঢ় অন্ধকারে,
অমানিশার যাতনায় হৃদিতট মরূসম
তোমাহতে আমি আজ দূরহতে দূরে
দেখেছি স্বপ্ন-দেখছি সপ্ন দুঃসপ্নের অন্তরালে
অনাদিকাল অনিশ্চিত পথ ধরে।

০৩-১১-২০০৪

[ad#co-1]

One Response

Write a Comment»
  1. ভাইয়া আরো লিখবেন, ভালো লাগলো।

Leave a Reply