নায়িকা হলেও বন্ধু!

পেশাগত জীবনে দুই নায়িকার বন্ধুত্বটা খুব গাঢ় হয় না। সচেতনভাবে হোক আর অসচেতনভাবেই হোক, ঢাকার চলচ্চিত্রে গড়ে উঠেছে নতুন এক নায়িকা জুটি। অপু বিশ্বাস আর রোমানা। এ জুটির সব ছবিই ব্যবসাসফল। এ দুই নায়িকা বন্ধুকে নিয়ে লিখেছেন দাউদ হোসাইন রনি

বছরের শুরুতে শাহাদাৎ হোসেন লিটনের ‘প্রেমে পড়েছি’ ছবিতে প্রথমবার দুজন একসঙ্গে অভিনয় করলেন। তিন মাস পর মুক্তি পেল জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। দুটি ছবিই ব্যবসাসফল। পরপর দুই ছবির সফলতায় সমীকরণ দাঁড়িয়ে গেল এ রকম_অপু বিশ্বাস আর রোমানা এক ছবিতে থাকলেই ছবি ‘হিট’! যদিও দুটি ছবিতেই এ জুটির সঙ্গে ছিলেন শাকিব খান। আগামীকাল মুক্তি পাবে এ জুটির তিন নম্বর ছবি রকিবুল আলম রকিবের ‘প্রেমিক পুরুষ’। এখানেও থাকছেন শাকিব খান। তবুও অনেক দর্শকের দৃষ্টি এ নায়িকা জুটির দিকেই। অপুর কাছে প্রশ্ন ছিল, এই যে আপনারা দুজন নায়িকা-জুটি হয়ে গেলেন এটা কি পূর্বপরিকল্পিত না কাকতাল মাত্র? ‘মাথা খারাপ! পরিকল্পনা করে কখনো কিছু হয় নাকি? আমরা দুজনই অভিনেত্রী, অভিনয় করাই আমাদের কাজ। ভাগ্য ভালো, আমাদের দুজনার একসঙ্গে করা কাজগুলো দর্শক পছন্দ করেছেন। তবে হ্যাঁ, আমাদের দুজনার সম্পর্ক কিন্তু খুবই ভালো। শুটিংয়ের সময় আমরা দারুণ মজা করি।’ রোমানা বলেন, ‘প্রথমবার আমরা যখন একসঙ্গে কাজ করতে যাই, অনেকেই বলছিল, দুই নায়িকার কখনো বন্ধুত্ব হয় না। আমরা সেটা মিথ্যা প্রমাণ করেছি। দেখবেন আগের দুটি ছবির মতো এ ছবিও দর্শক গ্রহণ করবে।’

এ নায়িকা জুটিকে নিয়ে এখন অনেক নির্মাতাই নতুন করে ভাবছেন। সামনে নিশ্চয়ই দুজনকে একসঙ্গে আরো ছবিতে দেখা যাবে? রোমানা বললেন, ‘অফার তো এখনো আছে। কিন্তু গল্প পছন্দ না হলে তো মন সায় দেয় না। আমাদের দুজনকে মানাবে এমন গল্প তো দিতে হবে।’ রোমানার কথার জের ধরে অপু বললেন, ‘চরিত্র পছন্দ হলে আমি যে কারো সঙ্গে অভিনয়ে রাজি। আর যেখানে রোমানা থাকবে, সেখানে তো আরো আগে রাজি! আফটার অল আমরা ভালো বন্ধু!’

চলচ্চিত্রে দুজনের শুরু অনেকটা একই রকম। দুটি নান্দনিক ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় তাঁদের যাত্রা শুরু। ২০০৪ সালে তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ দিয়ে রোমানার অভিষেক। ঠিক পরের বছরই আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে অপু বিশ্বাসের পদার্পণ। তবে অপু চলচ্চিত্রে জনপ্রিয়তার স্বাদ পেয়েছেন রোমানার অনেক আগে, ২০০৬ সালে এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন প্রজন্মের সেরা নায়িকার আসন তাঁর দখলে। অপুর ঠিক দুই বছর পর ২০০৮ সালে পিএ কাজলের ‘এক টাকার বউ’ ছবিতে শাকিব খান আর শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন রোমানা। এ ছবিটিও ব্যবসাসফল। অপুর মতো জনপ্রিয়তা না পেলেও চলচ্চিত্রে বেশ শক্ত একটা অবস্থান তৈরি হলো রোমানার।

অপু-রোমানা একটা বিষয় প্রমাণ করলেন_অভিনয় জানা থাকলে বড় পর্দায় কিছু একটা করে দেখানো যায়। অনেকের মতো দু-একটা ছবি করেই হারিয়ে যেতে হয় না। চলচ্চিত্রে অভিনয়ের আগে থেকেই রোমানা টেলিভিশনের পরিচিত মুখ, ব্যস্ত মডেল। অপুও টিভি নাটকে অভিনয় করেছেন। তবে ছোট পর্দায় রোমানার যে পরিচিতি, তার সিকিভাগও অপুর ছিল না। অপুর সব সাফল্য আর পরিচিতি গড়ে উঠেছে চলচ্চিত্রকে পুঁজি করেই।

[ad#co-1]

Leave a Reply