সৌদি আরবে খুন হলেন টঙ্গিবাড়ীর ফারুক

গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদ শহরে খুন হয়েছেন সৌদি প্রবাসী মো. ফারুক হাওলাদার (৩৬)। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বড়লিয়া গ্রামে। তার পিতার নাম মো. লুৎফর রহমান হাওলাদার। পারিবারিক সূত্র জানা গেছে, ফারুক দীর্ঘ ১০ বছর যাবৎ রিয়াদ শহরে চাকরি নিয়ে বসবাস করে আসছিলেন। টাকা পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সহকর্মী ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়। খুনির বাড়ি মুন্সীগঞ্জে বলে খবর পাওয়া গেছে।

Leave a Reply