শ্রীনগর আদর্শ ডিগ্রি কলেজে নবীনবরণ ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ

গতকাল শনিবার মুন্সিগঞ্জস্থ শ্রীনগরের আদর্শ ডিগ্রি কলেজে নবীনবরণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। সুফিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা চৌধুরী ইফতেখার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক নিয়াজ আহমেদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্রবীণ শিক্ষক আজিজুর রহমান ফকু, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জীবন চৌধুরী প্রমুখ।

কলেজের সামগ্রিক উন্নয়নকল্পে উপস্থিত অতিথিরা পঁচিশ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও কলেজের লাইব্রেরি, ছাত্রাবাস কাঠামো সম্প্রসারণ, বিজ্ঞানাগার স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেয়া হয় এবং কলেজের ব্যবহারের জন্য গভর্নিং বডির চেয়ারম্যান নূর আলী একটি গাড়ি প্রদান করেন।

[ad#co-1]

Leave a Reply