মুন্সীগঞ্জে ফল ও বৃক্ষমেলা

উৎসবের আমেজ
সপ্তাহব্যাপী ফল ও বৃক্ষমেলা বুধবার জেলা শহরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শুরু হয়েছে। এই মেলার জেলার বিভিন্ন নার্সারি ও সরকারী বেসরকারী ২৬ প্রতিষ্ঠান নানা গাছ ও প্রযুক্তির পসরা সাজিয়ে বসেছে। আকর্ষণীয় এই মেলাকে ঘিরে এখানে উৎসব আমেজ বিরাজ করছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনাসভা আয়োজন করা হয়। এতে দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রধান অতিথির ভাষণ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি। জেলা প্রশাসক মোঃ আজিজুল আলমের সভাপতিত্ত্বে আরও বক্তব্য রাখেন আলহাজ মমতাজ বেগম এমপি, পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, মুন্সীগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, মিরকাদিম মেয়র মোহাম্মদ হোসেন রেনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহসিন মাখন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কলেস্নাল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার। জেলা প্রশাসন, বন অধিদফতর ও জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর কতর্ৃক যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা শিরিনা আক্তার ও জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপপরিচালক একেএম আমিনুর রহমান। এর আগে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। এ ছাড়া প্রতিদিন মেলার প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন বৃক্ষ মানুষের জন্য বহুমুখী সেবা দিয়ে থাকে। গাছ একটি ইন্সু্যরেন্সের চেয়ে অনেক বেশি কার্যকর।

[ad#co-1]

Leave a Reply