মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় মাদক নির্মূলে আলোচনা

মুন্সিগঞ্জে মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় সাংসদ এম ইদ্রিস আলী ও মমতাজ বেগম মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে পুলিশকে নির্দেশ এবং এ ব্যাপারে কাজ করছে এমন সামাজিক সংগঠনগুলোকে গণসচেতনতা সৃষ্টিতে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় সব বক্তাই জেলার মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ এম ইদ্রিস আলী বলেন, মাদক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকসংক্রান্ত ব্যাপারে যারা গ্রেপ্তার হয়, তাদের সাজা নিশ্চিত করতে তিনি সরকারপক্ষের কৌঁসুলি পিপি ও এপিপিদের নির্দেশ দেন। সাংসদ মমতাজ বেগম বলেন, জেলায় বর্তমানে মাদকের চিত্র ভয়াবহ। এ জন্য পুলিশকে আরও কঠোর হতে হবে।

[ad#co-1]

Leave a Reply