কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন ও আওয়ামী লীগ কর্মী মামুন বেপারী গ্র“পের মধ্যে হট্রগোল ও হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, তোফাজ্জল হোসেন তপন গ্র“পের রশীদ মোল্লা নামের এক ঠিকাদার তার নিজ লাইসেন্সে টেন্ডার দাখিল করতে চাইলে মামুন বেপারী গ্র“পের লোকজন তাদের লাইসেন্সে টেন্ডার দাখিল করার চাপ দেয়ায় তাদের মধ্যে এ হট্রগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন তপন এ ঘটনার কথা স্বীকার করেছেন।
মামুন বেপারী জানান, হট্রগোল হলেও পরে সমঝোতার মাধ্যমে টেন্ডার দাখিল করা হয়েছে।
[ad#co-1]
Leave a Reply