রবিবার দুপুরে টঙ্গীবাড়ীতে লাশ দাফন করাকে কেন্দ্র করে দু’গ্রম্নপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় মৃত ব্যক্তির পক্ষের লোকজনরা প্রবাসী জাহাঙ্গীর বেপারীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। জানা গেছে, উপজেলার নেত্রাবতী গ্রামের আবু সাইদ শেখ (৬০) ক্যান্সার রোগে আক্রানত্ম হয়ে রবিবার ভোরে মৃতু্যবরণ করেন। তাকে নেত্রাবতী কবরস্থানে দাফন করতে গেলে জাহাঙ্গীর বেপারীর লোকজন বাধা দিলে সংঘর্ষের রূপ নেয়। পরে এলাকাবাসীর সমঝোতায় পরিস্থিতি শানত্ম হলে মৃত সাইদ শেখের দাফনকাজ সম্পন্ন হয়। লাশ দাফন শেষে এই ঘটনার জের ধরে মৃত ব্যক্তির লোকেরা জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে ঘর দরজা ভাংচুর করে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে মোঃ জাহাঙ্গীর বেপারী, আঃ রব শেখ, আবু মিয়া, খোরশেদ, সাদ্দাম, মাইনুদ্দিন, জাহাঙ্গীরের স্ত্রী গুরম্নতর আহত হয়। আহতদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জাহাঙ্গীর বেপারী জানান, মৃত আবু সাইদ শেখ বেনামাজি ছিলেন। এ জন্য নতুন কবরস্থানে দাফন করতে বাধা দেয়া হয়েছে।
[ad#co-1]
Leave a Reply