প্রজনন-মৌসুমে নতুন পালকে সেজেছে দাগি ঘাসপাখি। লৌহজংয়ের চরে ২৩ জুলাই লেখকের ক্যামেরায় ধরা দেয় অপরূপ এই পাখি
বহুদিন আগেই ঢাকা বিভাগ থেকে যে পাখি হারিয়ে গেছে বলে মনে করা হয়েছিল, সম্প্রতি মুন্সিগঞ্জের দক্ষিণে পদ্মার লৌহজং চরে তা পাওয়া গেছে। পাখিটির নাম ‘দাগি ঘাসপাখি’। সিলেট ও চট্টগ্রাম বিভাগে সুলভ হলেও দেশের অন্য এলাকায় এ পাখি এখন আর নেই অথবা অতি-বিরল হয়ে গেছে।
বর্ষা শেষে জেগে ওঠা হাওরে নল-ঘাসের প্রান্তরেই পাখিটি বেশি দেখা যায়। ঘাসেই বসবাস বলে এর নাম ঘাসপাখি, ইংরেজিতে গ্রাসবার্ড। বর্ষার প্রজনন-মৌসুমে নল-ঘাসের গোড়ায় ঘাসের ফালি দিয়ে বাসা বেঁধে পাখিটি ডিম পাড়ে। তবে বর্ষায় হাওরের সব ঘাস ডুবে যায় বলে প্রজননের জন্য এরা ঘাস-বনের খোঁজে দক্ষিণে চলে আসে।
অতীতে ঢাকা জেলায় যে দাগি ঘাসপাখি দেখা যেত সেগুলো বাসা বাঁধার উদ্দেশ্যেই বর্ষাকালে এখানে আসত বলে মনে করা হয়। ঢাকা এলাকায় এখন নল-ঘাসের চরম আকাল বলে ঘাসপাখি এখন আর এখানে আসে না। তাই লৌহজং চরে নলের মধ্যে সম্প্রতি কয়েকটি ঘাসপাখির প্রজনন-প্রস্তুতি দেখে পাখিপ্রেমীরা আশান্বিত হয়েছেন। তবে চরের অনেক দরিদ্র মানুষ নল, কাশ ও ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছেন এবং নল দিয়ে ঘরের চাল ও বেড়া তৈরি করছেন বলে ঘাসপাখির আশ্রয়টুকু হয়তো এখানে বেশি দিন টিকে থাকবে না।
পৃথিবীতে ঘাসপাখি আছে মাত্র ১১ প্রজাতির। দাগি ঘাসপাখি ছাড়া আর একটিমাত্র প্রজাতি এখনো বাংলাদেশে টিকে আছে, বাংলার নামেই তার নাম গ্রামিনিকোলা বেঙ্গালেন্সিস; আমরা বলি বাংলা ঘাসপাখি। শতদাগি ঘাসপাখি নামে আর একটি পাখি ছিল, যা গত শতাব্দীতে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে।
প্রজনন-মৌসুমে নতুন পালকে সেজেছে দাগি ঘাসপাখি। লৌহজংয়ের চরে ২৩ জুলাই লেখকের ক্যামেরায় ধরা দেয় অপরূপ এই পাখি
অধিকাংশ ঘাসপাখির বিস্তৃতি ছোট ছোট এলাকায় সীমাবদ্ধ। মাদাগাস্কার ঘাসপাখি শুধু মাদাগাস্কারে, বাদা ঘাসপাখি শুধু জাপানে, পাপুয়া ঘাসপাখি নিউ গিনিতে এবং বড় লেজ ঘাসপাখি শুধু দক্ষিণ ভারতে দেখা যায়। ঘাসপাখিরা সাধারণত দোয়েল-বুলবুল মাপের পাখি।
এই ছোট পাখিদের জগতে দাগি ঘাসপাখি এক ব্যতিক্রম। এর দৈর্ঘ্য প্রায় এক ফুট এবং ওজন ৫০ গ্রাম। দাগি ঘাসপাখিকে তাই দৈত্য ঘাসপাখি বললে ভুল হবে না। দাগি ঘাসপাখি শুধু আকারেই বড় নয়, এর আবাসও কিছুটা বিস্তৃত। বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশে এ পাখি দেখা যায়। হিমালয়ের পাদদেশের প্রতি পাখিটির একটা পক্ষপাতিত্ব আছে। পাহাড়ের দক্ষিণে যেখানে সমতল শুরু হয়েছে সেখানেই একে বেশি দেখা যায়। যেমন বাংলাদেশের হাওর এলাকা, নেপালের তেরাই এবং ভারতের পাঞ্জাব, অরুণাচল, আসাম, মণিপুর ও নাগাল্যান্ড রাজ্যের সমতলভূমি। বাংলাদেশের পুবে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও দক্ষিণ চীনে তো আছেই, কেমন করে যেন পাখিটি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপেও বসতি করেছে।
যদিও ঘাসপাখিরা সাধারণত মহালাজুক ও পলায়নপর বলে বিবেচিত; দাগি ঘাসপাখি তা নয়। অধিকাংশ সময় ঘাসের মধ্যে লুকিয়ে থাকলেও কিছু সময় পর পর ওপরে উড়ে চড়া গলায় লম্বা ডাক দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করাই এর স্বভাব। নানা জাতের মাটিচরা মাকড়সা ও অন্য পোকামাকড় খেয়েই পাখিটি বেঁচে থাকে। অগ্রহায়ণ, শীত ও বসন্তে হাওর অঞ্চলে ঘাসপাখির বিচরণ ও বসবাসযোগ্য পর্যাপ্ত ঘাসের প্রান্তর জেগে থাকে। কিন্তু পুরো হাওর এলাকা ছয় মাস পানির নিচে ডুবে থাকার ফলে বর্ষার প্রজনন-মৌসুমে এ পাখির আবাসসংকট দেখা দেয়। হাওর-বেসিন ছাড়া এ দেশে যে যৎসামান্য নল, কাশ ও লম্বা-ঘাসের জমি টিকে আছে তা দ্রুত উজাড় হয়ে যাচ্ছে বলে পাখিটির বর্ষার-আবাস আশঙ্কাজনকভাবে সংকুচিত হয়ে পড়ছে। এ দেশের খাসজমিতে ঘাসপাখির প্রজনন-ভূমিগুলো চিহ্নিত করা ও তার কিছু অংশ সংরক্ষণ করা গেলে পাখিটির ভবিষ্যৎ বিলুপ্তি হয়তো রোধ করা যেত। কিছুই না করা হলে শতদাগি ঘাসপাখির মতো দাগি ঘাসপাখিও বাংলাদেশ থেকে হারিয়ে যাবে।
ইনাম আল হক | তারিখ: ২৭-০৭-২০১০
[ad#co-1]
Leave a Reply