মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন স্বামী ও শ্বশুর গ্রেফতার

যৌতুকের টাকার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতুব্দী গ্রামে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী আঁখি আক্তার (২২)। বুধবার মধ্যরাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বসতঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রীর লাশ উদ্ধার এবং স্বামী বিল্লাল শেখ (৩০) ও শ্বশুর হাশেম শেখ ওরফে হাশেম পিয়নকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূর বাবা মো. মোকসেদ খান বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বৃষ্টি নামে ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়েছে। সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই মুশফিকুর রহমান জানান, স্বামীর বাড়ির লোকজন বসতঘরে হত্যার পর গৃহবধূর লাশ মেঝেতে ফেলে রাখে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যৌতুকের জন্যই গৃহবধূকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পারিবারিক সূত্র মতে, স্বামী বিল্লাল শেখ সম্প্রতি কুয়েত থেকে দেশে ফিরে বেকার জীবনযাপন করছিল। বেকার অবস্থায় স্বামী বিল্লাল তার স্ত্রীকে বাবারবাড়ি থেকে যৌতুকের টাকা আনার ব্যাপারে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

[ad#co-1]

Leave a Reply