মুন্সিগঞ্জে মা ও মেয়ের আত্মহত্যা

সিরাজদিখান উপজেলার ইছাপুরায় মা ও মেয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘরের আড়ার সাথে রশি ঝুলিয়ে প্রথমে প্রতিবন্ধী কন্যা মাধুরী ভাওয়ালকে (১৬) এবং পরে মা মনিকা ভাওয়ালও (৩৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে জানান, মা ও মেয়ে আত্মহত্যার সময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল মনিকার ১০ বছরের পুত্র অজয় ভাওয়াল ও ৫ বছরের কন্যা চৈতি ভাওয়াল। স্বামী মাধব ভাওয়ালের সাথে অভিমান করেই মা ও মেয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় মাধব ভাওয়াল বাসায় ছিলেন না।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

[ad#co-1]

Leave a Reply