প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জীবননাশের হুমকি দেয়ায় ঘটনায় দায়ের করা মামলায় আদালত বিএনপির দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গতকাল খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে একই আদালতে খুলনা জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী জুলু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ জুন মামলার বাদী যুবলীগ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী জুলু দলীয় কার্যালয়ের সামনে একটি জাতীয় পত্রিকায় আপনার বাবার যে পরিণতি হয়েছে আপনার তাই হবে শিরোনামে প্রকাশিত সংবাদ পাঠ করেন। সংবাদে শেখ হাসিনার জীবননাশের হুমকি দিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন, ‘গণতান্ত্রিক পথ রুদ্ধ করলে আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনারও একই পরিণতি হবে।’ শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এক দলীয় ব্যবস্থা কায়েম করায় আপনার বাবা আল্লার নির্দেশে ওপরে চলে গেছে। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন।’ এ বক্তব্যে প্রধানমন্ত্রীর জীবননাশের শঙ্কা রয়েছে বলে বাদী মনে করেন।
আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা ও আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। মামলায় শেখ রাসেল, বিধানচন্দ্র রায়, মাসুম বিল্লা ও কোরবান আলীকে সাক্ষী করা হয়েছে।
[ad#co-1]
Leave a Reply