টঙ্গীবাড়ী-লৌহজং সড়কে গ্রামবাসীর ২ ঘণ্টা ব্যাড়িকেড

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার বলই এলাকায় সোমবার সকালে টঙ্গীবাড়ী- লৌহজং সড়কে গ্রামবাসী ব্যারিকেড দিয়ে দেড়কোটি টাকা মূল্যের কাঠ বোঝাই ৭টি ট্রাক আটক করা হয়েছে। অতিরিক্ত পণ্য বোঝাই করায় পুলিশ ট্রাকগুলোর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শত শত নারী-পুরুষ টঙ্গীবাড়ী-লৌহজং সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গর্জন, শাল ও লোহা কাঠ বোঝাই ৭টি ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে গ্রামবাসী ব্যারিকেড তুলে নেন। এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ দেড়কোটি টাকার কাঠসহ আটক ৭ পণ্যবাহী ট্রাকের বিরুদ্ধে অতিরিক্ত পণ্য বোঝাই করায় ট্রাফিক আইনে মামলা করেন। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কাঠ বোঝাই করে ওই ৭টি ট্রাক মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের নিয়ে যাচ্ছিল। বালিগাঁও বাজারের মজিবুর টিম্বার ট্রেডার্স, বিসমিল্লাহ টিম্বার ট্রেডার্স, সিদ্দিক টিম্বার ট্রেডার্সের কাঠ ব্যবসায়ীরা ৭টি ট্রাকভর্তি দেড়কোটি টাকার ওই কাঠ আনেন।

[ad#co-1]

Leave a Reply