বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দেয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আদালত গতকাল এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আবেদন জানান। বিএনপির দুই নেতার পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ওই আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করে। এর ফলে শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলাম মিঞাকে জিজ্ঞাসাবাদে এখন আর কোন বাধা নেই বলে জানিয়েছেন মুরাদ রেজা। গত ৪ঠা আগস্ট হাইকোর্ট বিএনপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দেয়া নোটিসের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছিল। একই সঙ্গে নোটিসটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৯শে জুলাই পল্টন থানা পুলিশ শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে নোটিসে দেয়। নোটিসে তাদেরকে পল্টন থানায় হাজির হতে বলা হয়েছিল। গত ২৫শে জুলাই মুক্তাঙ্গনের সমাবেশে দেয়া বক্তব্যে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন এমন অভিযোগের তদন্তের জন্যই তাদের নোটিস দেয়া হয়।
[ad#co-1]
Leave a Reply