মুন্সীগঞ্জে মওদুদ ও তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা

মুন্সীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহাম্মেদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলীশে সূরা সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সিআর ২৮৫/২০১০। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল হাসনাতের আদালতে মামলাটি দায়ের করেন শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। বিচারক মামলাটি আমলে নিয়েছেন, তবে কোন আদেশ দেননি বলে জানান বাদিপক্ষের আইনজীবী এডভোকেট আবদুল মালেক ভূঁইয়া। তাকে সহায়তা করেন এপিপি অজয় কুমার চক্রবর্তী, এডভোকেট আবদুল মতিন উজ্জ্বল, নাছিমা আক্তার প্রমুখ।

মামলার বাদি লুৎফর রহমান জানান, গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহাম্মেদের উপস্থিতিতে জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে হুমকি দিয়েছে তা রাষ্ট্রকে অকার্যকর, গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে আঘাত ও হত্যা এবং অগণতান্ত্রিকভাবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাতের ষড়ষন্ত্র।

[ad#co-1]

Leave a Reply