ড. ইউনূসের সফর : জাপানি মিডিয়া ও প্রবাসীরা

সম্প্রতি জাপান সফর করেছেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব
ড. মুহাম্মদ ইউনূস। তার সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে বেশ সাড়া জেগেছিল। প্রচার মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে এ সফরের সংবাদ প্রচার করেছে। তাতে ড. ইউনূসের নামের সঙ্গে উচ্চারিত হয়েছে বাংলাদেশের নামও। তার এ জাপান সফরের বিস্তারিত জানিয়েছেন সাপ্তাহিক-এর টোকিও প্রতিনিধি রাহমান মনি। তথ্য-সহযোগিতা ছিলেন ড. আশির আহম্মেদ

জাপান প্রবাসীদের প্রিয় এবং নির্ভরযোগ্য উয়েব পোর্টাল bangladeshitigers.com-এ প্রথম খবরটি দেখতে পাই। ড. ইউনূস স্যার জাপান আসছেন এবং বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের চারটিতে ধারাবাহিক বক্তৃতা দেবেন। যদিও জানতাম যে স্যার জুলাই মাসে জাপান আসবেন। ব্যস্ততার মাঝে ভুলেই গিয়েছিলাম। ১৩ জুলাই টোকিও, ১৫ জুলাই বেপ্পো, ১৬ জুলাই ফুকুওকা এবং ১৮ জুলাই ওসাকাতে স্যারের সিরিয়াল সেমিনারের প্রথমেই টোকিওতে বিকেল ৬টা থেকে National Center For Global Health and Medicine (NCGM-এ।

হিসেব করে দেখি এ তো সুবর্ণ সুযোগ। স্যার জাপান এলেই ছুটি নিয়ে ছুটে গিয়েছি স্যারের বক্তব্য শোনার জন্য, নোবেল পুরস্কার পাওয়ার পর নিজ উদ্যোগে হল নিয়ে সংবর্ধনার আয়োজন করেছি। সেই স্যার জাপান আসবেন অথচ আমার উপস্থিতি থাকবে না এ কেমন করে হয়? সময়টা যেহেতু আমার অনুকূলে অর্থাৎ ৮টা ৫টা কাজ করে দিব্যি যাওয়া যাবে। রেলপথে মাত্র আধাঘণ্টা লাগবে কর্মস্থল থেকে গন্তব্যস্থানে পৌঁছানো পর্যন্ত। তাই যাওয়ার সিদ্ধান্ত নেই।

খবরটির সঙ্গে দেয়া ওয়েবসাইটের ঠিকানায় সার্চ করলে কিছুতেই খুলতে না পেরে ব্যর্থ হয়ে bangladeshitigers.com-এর এ্যাডমিন ড. খুরশীদ আল মেহের তন্ময়ের সঙ্গেই ই-মেইলে যোগাযোগ করলে তিনি জানান, আসন সংখ্যা নির্ধারিত থাকায় এবং দেড় মাস আগেই তা পূর্ণ হয়ে যাওয়ায় আপাতত লিংকটি বন্ধ রাখা হয়েছে। মনটা খারাপ হয়ে যায় খবরটি জানার পর।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, দূতালয় প্রধান নাজমুল হুদার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই বিষয়টি সম্পর্কে দূতাবাস কোনো ধরনের খবর রাখে না। আয়োজক সংস্থা কিংবা বাংলাদেশ সরকার থেকেও কোনো ধরনের দিকনির্দেশনা দেয়া হয়নি। তবে কোনো ধরনের সুযোগ নিয়ে ব্যবস্থা করতে পারলে তিনি জানাবেন বলে আশ্বস্ত করেন।

এখানেও ব্যর্থ হয়ে NCGM-এর কর্তৃপক্ষের ফোন নম্বর নিই ইনফরমেশন সেন্টার (১০৪)-এ ফোন করে। তারা জানান সব সিট পূর্ণ হয়ে গেছে। একজন বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিলে ব্যবস্থা করতে পারলে ফোনে জানাবেন বলে আশ্বস্ত করেন। ফোন করে প্রখ্যাত সাংবাদিক, বিদেশি সাংবাদিক ক্লাবের সাবেক সভাপতি মনজুরুল হক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাকে কিছুই করতে হবে না, শুধু বলেন যে, আমি প্রেস-এর লোক। অন্য কিছুই লাগবে না।

NCGM থেকে Hiroko Oketani নামে একজন ফোন করে আমার বিস্তারিত (সাপ্তাহিক আইডি কার্ড, ভিজিটিং কার্ড, উয়েব ঠিকানা, জাপানের তথ্য) জানিয়ে ই-মেইলে আবেদন করতে বলেন। সাপ্তাহিক জাপান প্রতিনিধি কাজী ইনসানুল হক এবং আমি টোকিও প্রতিনিধি এ দুজনের জন্য আবেদন করলে ১২ জুলাই সন্ধ্যায় আবেদন গৃহীত হয়েছে বলে জানান এবং অংশগ্রহণের নিয়মকানুন সম্বন্ধে বিস্তারিত জানিয়ে আগামীকাল দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরের দিন সেমিনারস্থলে গেলে আগের দিন পাঠানো আইডি কার্ডের ছবি দেখে চিনতে পারে এবং স্পেশাল পারমিশন হওয়াতে একটু উষ্ণ অভ্যর্থনা জানান।

সেমিনার শুরুর আগে গ্রামীণ কমিউনিকেশনের গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রজেক্ট ডিরেক্টর এবং ড. ইউনূসের সফরসঙ্গী ড. আশির আহম্মেদ (রিচার্স এ্যাসেসিয়েট প্রফেসর, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান)-এর সঙ্গে কথা বলি সেমিনার শেষে স্যারের সঙ্গে আমাদের বসার একটু ব্যবস্থা করা নিয়ে। ড. আশির বলেন, ঠিক আছে এখানে যারা প্রবাসীরা আছেন সবাই সেমিনার শেষ হলে একত্রিত হবেন আমি ব্যবস্থা করব। হলে ঢোকার পূর্ব মুহূতে হঠাৎ করেই স্যার (ড. ইউনূস) হাত বাড়িয়ে বলেন, হ্যাঁ, মনি কেমন আছেন? আমি তো আপনারও ভাই মেয়েরও ভাই, মেয়েটি কেমন আছে? ও কি এসেছে? কিংকর্তব্যবিমূঢ় আমি মাথা নেড়ে হ্যান্ডশেক করে বলি, স্যার আপনি আমার মেয়ের ভাই হলেও আমার স্যার। আপনি হলেন স্যারদেরও স্যার। তখন মনে পড়ল আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কথা। তিনি বলেছিলেন প্রফেসর ইউনূস হচ্ছে প্রফেসরদেরও প্রফেসর, সকলের শিক্ষক।

১৩ জুলাই ড. ইউনূস NCGM-এ বিকেল ছ’টায় ‘International Medical Co-operation and Social Business’-এর ওপর Special Lecture Program-এ এক ঘণ্টার একটি বক্তব্য পেশ করেন।

বক্তব্যে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে সোশ্যাল বিজনেসে অংশগ্রহণের আদ্যোপান্ত তুলে ধরেন। ৬ শতাধিক বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে ড. ইউনূস ১৯৭৬ সালে মাত্র ২৭ ডলারের সমপরিমাণ টাকা গ্রামের দুস্থ মহিলাদের মাঝে ঋণ বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া প্রজেক্ট আজ ৮০০ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক বনে যাওয়ার বিস্তারিত তুলে ধরেন। প্রথমে নিজ গ্রাম, তারপর পুরো বাংলাদেশ। দেশের বাইরে প্রথম মালয়েশিয়া তারপর নন মুসলিম দেশ ফিলিপিন্স হয়ে আমেরিকা। আজ সারা বিশ্বে এর পরিধি বিস্তার করেছে।

মোবাইল ফোন নিয়ে প্রফেসর ইউনূস বলেন, ১৯৯৭ সালে বাংলাদেশে গ্রামীণফোন মোবাইল ফোন চালু করে। ১৫০ মিলিয়ন লোকের বসতি বাংলাদেশে ৫৭ মিলিয়ন লোক মোবাইল ব্যবহার করে। যার মধ্যে ২৭ মিলিয়ন ব্যবহারকারী হচ্ছে গ্রামীণফোন মোবাইল ব্যবহারকারী যদিও আরো পাঁচটি অপারেটর রয়েছে। বলা যায় নীরব ডিজিটাল বিপ্লব।

ড. ইউনূস দৃঢ় কণ্ঠে জাপানি উদ্যোক্তাদের বলেন, আমরা সাহায্য চাই না, চাই সহযোগিতা। ডোনেশন আমাদের দরকার নেই। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগবান্ধব দেশ বাংলাদেশ। আপনারা আসুন আমাদের দেশে। আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। আমাদের দেশ ঘুরে দেখুন। বিনিয়োগের উপযোগী মনে হলে বিনিয়োগ করুন। আপনারা ব্যবসা করে মুনাফা নিন আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দিন। বাংলাদেশে ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত রয়েছে। এই হাতগুলো কাজ করে যেতে চায়। কারোর দয়ায় নয়। তিনি বলেন, আমাদের মেয়েরা রয়েছে। নার্সিং ট্রেনিং দিয়ে তাদের হাতকে দক্ষ হাতে পরিণত করা যায়। বাংলাদেশে ৩ জনের ডাক্তারের পেছনে একজন নার্স কাজ করে। অথচ একজন ডাক্তারের জন্য তিনজন নার্স থাকার কথা। সারা বিশ্বে নার্সের ঘাটতি রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ পেলে এবং ইংরেজি ভাষায় পারদর্শী করে আন্তর্জাতিক শ্রমবাজারে রপ্তানি করা যায়। গ্রামীণ ব্যাংকের চিন্তাভাবনা আছে। প্রয়োজনবোধে আপনারা চাইলে এবং ব্যবস্থা করলে জাপানি ভাষায়ও আমরা ট্রেনিং দিতে পারব। এটাও সোশ্যাল বিজনেসের একটি অংশ।

১৩ জুলাই জাপানের কোম্পানি ইউনিকলে এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যৌথ উদ্যোগে বাংলাদেশের দরিদ্রদের সহায়তা করার জন্য একটি টেক্সটাইল কোম্পানি প্রতিষ্ঠা করার চুক্তি হয়েছে। Mr. Takahashi Yanai এবং ড. ইউনূস স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউনিকলে বাংলাদেশ ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলার দরিদ্র জনগোষ্ঠীর জন্য খুবই কম খরচে শীত বস্ত্রের পাশাপাশি মহিলাদের অন্তর্বাসসহ দিনমজুর বিশেষ করে কৃষিকাজ এবং রিকশা চালকদের জন্য নামমাত্র মূল্যে রেইনকোট তৈরি করবে ও দ্রুত বাজারজাত করবে।

১৪ জুলাই JICA এবং JETRO আয়োজিত টোকিওর Keidanren Kaikan এবং DANONE আয়োজিত Tokyo Kokusai Forum-এ স্পেশাল বক্তব্য রাখেন তিনি।

১৫ জুলাই BEPPU-তে Ritsumeikan University ১৬ জুলাই Kyushu University-এর Elgala Hall, Fukuoka-তে কিউসু বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন। একই দিন Zenkyoken আয়োজিত কিউসু বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন। ১৮ জুলাই কানসে ই আয়োজিত Kwansei University, OSAKA-তে সামাজিক ব্যবসার ওপর বক্তব্য রাখেন।

এই সফরকালীন সময়ে ড. ইউনূসকে তিনটি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মানসূচক তিনটি ডিগ্রি দেয়া হয়। প্রতিটি সেমিনারে তিনি উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

১৯ জুলাই কর্মব্যস্ততা সত্ত্বেও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাপ্তাহিক প্রতিনিধির অনুরোধে এবং আয়োজনে হোটেল ইম্পেরিয়ালের কনফারেন্স রুমে সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতি ব্যক্তিত্ব, মিডিয়া এবং ড. ইউনূস ভক্তরা এ সময় উপস্থিত ছিলেন।

এই দিন প্রবাসীরা কোনো বক্তব্য রাখেননি। কেবলমাত্র সাপ্তাহিক প্রতিনিধি সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা বক্তব্য দিয়ে ড. ইউনূসের কথা শোনার অধীর আগ্রহের কথা বলেন। সকলে মুগ্ধ হয়ে তার বক্তব্য শোনেন।

ড. ইউনূস তার এবারের জাপান সফরের সফলতার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, গ্রামীণ কিউসু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেডিকেল রেকর্ড নিয়ে এক সঙ্গে কাজ করে যাচ্ছে। তারা চেষ্টা করছেন এমন একটি উদ্ভাবন করতে যা ব্যবহারের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে। ফলে অসুখ হলেই পরীক্ষা-নিরীক্ষার জন্য ছোটাছুটি করতে হবে না। পাশাপাশি ছোট একটি চিপ-এ সব রেকর্ড থাকবে। যেটা জাপানেও নেই। এই ক্ষেত্রে বলতে পারেন এই প্রযুক্তি জাপান থেকেও বাংলাদেশ কিছুটা অগ্রসর হবে।

তিনি খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডানোন, গ্লোবাল ওয়াটার গ্রুপ ভিয়োলিয়া, ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এ্যাডিডাস, সফটওয়্যার কোম্পানি সেপেক্স (ঝঅচ)-এর পথ সুগম করে নিজের পায়ে দাঁড়ানোর সহায়তার বর্ণনা প্রবাসীদের কাছে তুলে ধরেন।

প্রফেসর ইউনূস এবার দশ দিনব্যাপী জাপান সফর করেন। ২০০৬ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর কোনো একক দেশে ১০ দিনব্যাপী সফর এই প্রথম, তাও আবার জাপানের মতো দেশে। ১২ জুলাই তিনি সফর শুরু করেন এবং ২১ জুলাই শেষ করেন। ১০ দিনব্যাপী এই সফরে পাবলিক মিটিং, বিজনেস মিটিং, উচ্চপদস্থদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ মিলিয়ে ৪০টিরও বেশি কর্মকা-ে অংশগ্রহণ করেন। বলা যায়, তার এবারের সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ আর বাংলাদেশের জন্য দ্বার উন্মোচনের।

তার এবারের সফর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াসহ সব ধরনের মিডিয়া বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া ১৩ এবং ২০ জুলাই ইউনিকলের সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী কান-এর সঙ্গে বৈঠকের কথা সব চ্যানেলে প্রচার পেয়েছে। পরের দিন অর্থাৎ ১৪ এবং ২১ জুলাই জাপানের জাতীয় পত্রিকাগুলো সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ড. ইউনূসের ভুয়সী প্রশংসা করা হয়। সামাজিক এবং ধর্মীয় প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই অবস্থানের কথা প্রতিবেদনগুলোতে স্থান পায়। জাপানিজ এবং ইংলিশ সবগুলো পত্রিকায় ড. ইউনূসের সঙ্গে প্রিয় বাংলাদেশের নামটি বার বার এসেছে। প্রবাসীদের মাথা উঁচু হয়েছে। অনেকের অফিস কিংবা কর্মস্থানে জাপানিজ বন্ধুরা তাদের বাংলাদেশিদের সঙ্গে ড. ইউনূসকে নিয়ে আলাপ করেছে। আমার কর্মস্থলে ড. ইউনূসের ছবি সম্বলিত পেপার কাটিং নিয়ে এসেছে।

অথচ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসেছিলেন জাপানে। জাপানের কোনো মিডিয়াতেও তা প্রচার পায়নি। অনেক প্রবাসী টিভি নিউজ দেখে, পত্রিকা পড়ে হতাশ হয়েছেন। কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। জাপান মিডিয়ার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সফরের নিউজটি কোথাও স্থান পায়নি। অথচ বাংলাদেশে পত্রপত্রিকায় বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স মিডিয়ায় এমনভাবে প্রচার পেয়েছে যে প্রধানমন্ত্রী জাপান জয় করে গিয়েছেন।

সেখানে ড. ইউনূস যখন জাপান সফর করবেন জানতে পেরে জাপানের ক্রাউন প্রিন্স হিরোনোমিয়া প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। সেই অনুযায়ী ২০ জুলাই উভয়ের বৈঠক হয়। একই দিন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান-এর সঙ্গেও প্রফেসর ইউনূসের বৈঠক হয়। আগের দিন (১৯ জুলাই) জাপানের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় হিদেতোশি নাকাতা ড. ইউনূসের হোটেলে এসে দেখা করে যান এব অনাথ শিশুদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে তার পরামর্শ চান। প্রফেসর ইউনূস তাদের কাছে এতটাই অনুকরণীয়। অথচ বাংলাদেশ দূতাবাস তার সফর সম্পর্কে কোনো খোঁজ রাখেন না তাদের অবহিত না করার অজুহাত দেখিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো দিকনির্দেশনা দেয়া হয় না। প্রবাসীরা মরিয়া হয়ে ওঠে তার সেমিনারে যোগ দেয়ার জন্য, জাপানের নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা হুমড়ি খেয়ে পড়ে, মুহূর্তের মধ্যে আসন পূর্ণ হয়ে যায় সেই প্রফেসর ইউনূসকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বিশেষ প্রটোকল দেয়া হয় না। অথচ তিনি নোবেল লরিয়েটস। বাংলাদেশি পতাকা বয়ে বেড়াচ্ছেন সারা বিশ্বে। প্রবাসীরা গর্ব করছে তাকে নিয়ে। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, খরা, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের দেশ, রাজনৈতি সহিংসতার, দুর্নীতিতে হেটট্রিক করার দেশ হিসেবে চিনতো, প্রফেসর ইউনূসের কল্যাণে সেই বাংলাদেশকে এখন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির দেশ, গ্রামীণ ব্যাংকের, মাইক্রো ক্রেডিট উদ্ভাবকের দেশ এবং বর্তমানে সোশ্যাল বিজিনেস স্বপ্নদ্রষ্টার দেশ হিসেবে চিনতে শুরু করেছে।

যে দেশ গুণীজনের সম্মান দিতে জানে না সেই দেশে গুণীজন জন্মও নেয় না দু’-একটি ব্যতিক্রম ছাড়া। কথাটি মনে রাখা সকলের জন্য জরুরি।

ড. ইউনূসের জাপান সফরকে কেন্দ্র করে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্যাপক প্রচারণা চালায়। কয়েকটি ওয়েবলিংক :
http://home.kyodo.co.jp/modules/fstStory/index.php?storyid=513031
http://www.asahi.com/english/TKY201007220537.html
http://www.asahi.com/english/TKY201007130404.html
http://mdn.mainichi.jp/mdnnews/news/20100714p2a00m0na024000c.html
http://mdn.mainichi.jp/mdnnews/news/20100713p2a00m0na016000c.html
http://www.grameencreativelab.com/news/today-was-the-first day-of-the-japan-trip-of-prof-yunus-and-it-already-began-with-many-great-ha
http://bangladesh.world-countries.net/archives/7169
http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=147629
http://www.asahi.com/english/TKY201007220537.
http://www.theindependent-bd.com/details.php?nid=183239

rahmanmoni@gmail.com

[ad#co-1]

Leave a Reply