গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বিএনপির সমালোচনা করে বলেছেন, কথায় কথায় বিএনপি ভারতবিরোধী বক্তব্য দেয়। দিনেরবেলায় তারা ভারতের বিরোধিতা করে, আর রাতেরবেলায় ভারতের সঙ্গে পরামর্শ করে। তারা আবার বিদ্যুতের দাবিতে মানুষকে উসকিয়ে দিচ্ছে। ক্ষমতায় থাকতে খালেদার ছেলে তারেক শুধু খাম্বা বেচেছেন। অথচ বিদ্যুৎ উৎপাদনে খালেদা জিয়া কোনো পদক্ষেপ নেননি। তাই বিদ্যুতের দাবিতে জনগণকে উসকিয়ে দেওয়ার কোনো প্রকার অধিকার তাদের নেই।
গতকাল বৃহস্পতিবার প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদের যষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে মরহুমের নিজ বাড়ি ‘জ্যোতির্ময় আঙ্গিনায়’ একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘হুমায়ুন আজাদের জীবন ও কর্ম’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ড. হুমায়ুন আজাদ ফাউন্ডেশন।
এ সময় আবদুল মান্নান বলেন, ড. হুমায়ুন আজাদ হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবেই। ৩৪ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার এ বাংলার মাটিতেই হয়েছে। তিনি বলেন, বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই ড. হুমায়ুন আজাদের পদচারণা ছিল। তাঁর মতো সাহসী লেখক দ্বিতীয়টি ছিল না।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে এ দেশের আলবদর, রাজাকার ও আলশামস বাহিনী পাকিস্তানিদের সাহায্য করতে বুদ্ধিজীবী হত্যার পথ বেছে নেয়। আর দেশ স্বাধীনের পর সেই ষঢ়যন্ত্রকারী চক্রটির হাতে স্বাধীন দেশে বুদ্ধিজীবী হত্যার প্রথম শিকার হয়েছেন ড. হুমায়ুন আজাদ।
মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. হুমায়ুন আজাদ ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক ও আজাদের ভাই সাজ্জাদ কবির বাদল, আজাদ তনয় অনন্য আজাদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শামসুদ্দিন, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলী, আবু আব্বাস ভূঁইয়া, সাইদুজ্জামান প্রমুখ।
এ দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর ফেরিঘাট ব্রিজের পশ্চিমে দোহার বাইপাস রাস্তাটি ড. হুমায়ুন আজাদের নামে নামকরণ করে উদ্বোধনের কথা থাকলেও প্রশাসনিক দীর্ঘ সূত্রতার কারণে গতকাল তা সম্ভব হয়নি। খুব শিগগিরই আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তাটি হুমায়ুন আজাদের নামে নামকরণ করে উন্মুক্ত করা হবে বলে আয়োজনকারীরা জানিয়েছেন।
[ad#co-1]
Leave a Reply