আসুন, আবদুর রহমান বয়াতির পাশে দাঁড়াই

‘মন আমার দেহঘড়ি সন্ধান করি’… গানের মতো করেই যেন এখন আবদুর রহমান বয়াতির দিন কাটছে দেহঘড়ির সন্ধানে। অনেকদিন ধরেই প্রখ্যাত এই শিল্পী গুরুতর অসুস্থ। তার বাম হাত ও পা অকেজো হয়ে পড়েছে। চোখেও ছানি পড়েছে। ফিজিওথেরাপি নেওয়ায় তিন মাস আগে কিছুটা চলাফেরা করতে পারতেন ৭৩ বছর বয়সী এই বয়াতি। তবে এখন অর্থের অভাবে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে না।

তাই বালিশ মাথায় বিছানাই এখন তার পৃথিবী। ঢাকার মাতুয়াইলে ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকেন বয়াতি। তার ছেলে আলম বয়াতি জানান, শুরুতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বাবার চিকিৎসা করিয়েছি। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকজন খুব শিগগিরই বাবার দুই চোখে অস্ত্রোপাচার করানোর পরামর্শ দিয়েছেন। সেজন্য প্রচুর অর্থ প্রয়োজন। তাই একটি সহায়তা তহবিল গঠন করেছি। সুস্থ হয়ে আবার গাইতে চান বাবা।’

আবদুর রহমান বয়াতিকে সাহায্য পাঠাবার ঠিকানা_ সঞ্চয়ী হিসাব নং-৩৩০১৬৬৬৬, অগ্রণী ব্যাংক, টিকাটুলী হাটখোলা শাখা। আসুন, বয়াতির পাশে দাঁড়াই।

[ad#co-1]

Leave a Reply