সরকারী প্রতিষ্ঠান পুলিশ বিভাগ, দেশের সকল জেলা, উপজেলার নানা স্থানে বিপুল পরিমাণ ভূমি পতিত অবস্থায় পড়ে আছে যুগ যুগ ধরে। কোন কাজেই আসছে না এসব সম্পত্তি। কিছু প্রতিষ্ঠান দখলে এবং কিছু বেদখলে চলে গেছে। কোন রাজস্ব আসছে না এসব সম্পত্তি হতে। পতিত ভূমি, পুকুর জলাশয় এমনিতে হাতছাড়া হয়ে যাচ্ছে। পুলিশ বিভাগ এসব সম্পত্তি অহেতুক অলাভজনকভাবে পতিত ফেলে না রেখে এলাকার উন্নয়নের স্বার্থে শর্তসাপেৰ স্থায়ী লিজ বন্দোবসত্ম প্রদান করে বিপুল পরিমাণ অর্থ পেতে পারে। এতে করে এলাকার উন্নয়ন হতে পারে এবং পুলিশ বিভাগ মালিকানা বজায় রেখে নিয়মিত অর্থ পেতে পারে। বিক্রয়পুর জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর পুরাতন থানা সংলগ্ন বর্তমান সার্কেল এসপি-এর পশ্চিম পাশে একটি বড় দীঘি অর্ধশত বছর যাবত পতিত অবস্থায় রয়েছে। পুকুর বা দীঘিটি মূল বাজারের ভিতর থাকার কারণে সর্বৰেত্রে বাজারের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, রাসত্মা প্রায় বন্ধ হয়ে আছে। বাজারকে ছোট করে রেখেছে। মাটি ভরাট করে তাতে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করে পজেশন বিক্রি করলে কয়েক কোটি টাকা পেতে পারে পুলিশ প্রশাসন। তাতে বাজারের বহু সমস্যা দূর হবে।
মোঃ মেছের আলী
শ্রীনগর, মুন্সীগঞ্জ
[ad#co-1]
Leave a Reply