মুন্সীগঞ্জে ছাত্রীর আত্মহত্যা: আরেকজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বখাটের উৎপাতে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় বখাটেসহ তিনজন গ্রেপ্তার হলো। শুক্রবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে বখাটে জাহাঙ্গীরের চাচা সিরাজুল ইসলাম সিরাজকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।

গত ১১ অগাস্ট শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া আত্মহত্যা করে।

এ ঘটনায় তার বাবা থানায় একটি মামলা করেন।

পুলিশ ঘটনার পর বখাটে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এরপর গ্রেপ্তার করা হয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে।

তবে মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীরের বাবা ও ভাই এখনো গ্রেপ্তার হয়নি।

এসআই আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার করা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ভাতিজা জাহাঙ্গীরকে নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

সিনথিয়ার আত্মহত্যার ঘটনার পর ১৪ অগাস্ট শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বাড়ৈখালী যান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

এরপর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইভটিজিংয়ে রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

[ad#co-1]

Leave a Reply