খোকার বিরুদ্ধে দুর্নীতি মামলা ১ বছর স্থগিত

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়। ডিসিসি’র পাঁচ কর কর্মকর্তা নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনর রশিদ শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।

খোকাসহ ১৩ জনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।

সরকার পক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

[ad#co-1]

Leave a Reply