আবদুর রহমান বয়াতির চিকিৎসার দায়িত্ব নিল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল

প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতির চিকিৎসার দায়িত্ব নিয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)। দীর্ঘদিন ধরে অসুস্থ এ শিল্পীকে পুরান ঢাকার একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় গত রবিবার ধানমণ্ডির জেবিএফএইচে নিয়ে আসা হয়েছে। শিল্পী শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগের সমস্যায় ভুগছেন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ-১) রাখা হয়েছে।

শিল্পীর চিকিৎসার জন্য হাসপাতালের আইসিইউ প্রধান ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ কে এম শফিকুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাকী ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার সাহার সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম বাবু গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, শিল্পীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজ তাঁকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তিনি জানান, দেশের প্রখ্যাত ও প্রবীণ এ শিল্পীর সব রকমের চিকিৎসার দায়িত্ব তাঁরা গ্রহণ করেছেন। এখন থেকে শিল্পীর প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা তাঁরা প্রদান করবেন।

[ad#co-1]

Leave a Reply