আগামী ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু নির্মাণে দাতা দেশ ও সংস্থাগুলোর সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করা হবে এবং ২০১১ সালের জানুয়ারির মধ্যে ঠিকাদারদের কার্যাদেশ দেয়া হবে। এ পর্যন্ত পাঁচটি দাতা সংস্থার কাছ থেকে ২ হাজার ২শ ৭৬ দশমিক ৪০ মিলিয়ন ডলারের অর্থায়নের আশ্বাস পাওয়া গেছে। পদ্মা সেতু নির্মাণে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে।
পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে উপ-পরিচালক মো. আবুল হোসেনের ১৮ আগস্ট স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, বিশ্বব্যাংক ১২শ, এশীয় উন্নয়ন ব্যাংক ৬১৫, জাইকা ৩শ, ইসলামী উন্নয়ন ব্যাংক ১৩০ এবং আবুধাবি ফান্ড ৩১ দশমিক ৪০ মিলিয়ন ডলারের প্রতিশ্র“তি দিয়েছে। দশজন দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইতিমধ্যে পদ্মা সেতুর ডিজাইন নিয়ে আটটি বৈঠকও করেছে।
[ad#co-1]
Leave a Reply