মাওয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে র‌্যাব-১১ ভারতীয় ৮৯ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-গোয়ালী মান্দ্রা গ্রামের রজ্জব আলীর ছেলে বাচ্চু (৩৩) ও খড়িয়া মাল পাড়ার তাইজ উদ্দিন মাতবরের ছেলে মোঃ শের মাল (৩৬)। র‌্যাবের সিনিয়র এএসপি মিলন জানান, ফেন্সিডিলসহ গাংচিল পরিবহনের বাসে করে ঢাকায় যাচ্ছিল। এব্যাপারে লৌহজং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত দুই ব্যক্তি।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
২৪আগস্ট২০১০

[ad#co-1]

Leave a Reply