পদ্মা সেতুর মূল অংশের কাজে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে প্রাক-যোগ্য ৫টি

পদ্মা সেতুর মূল অংশের ঠিকাদার নিয়োগের প্রাক যোগ্যতা যাচাইয়ে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫টি প্রতিষ্ঠান প্রাক-যোগ্য বলে বিবেচিত হয়েছে। পদ্মা সেতু বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওই প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নের পর তা উন্নয়ন সহযোগীদের নিকট পাঠানো হয়। তাদের অনুমোদন পাওয়া গেলেই টেন্ডার ডকুমেন্ট প্রেরণ করা হয়। প্রকল্পের নকশা প্রণয়নকারী পরামর্শক প্রতিষ্ঠান মুনসেল-অ্যাকোম লিমিটেডের মূল্যায়নেও ওই ৫টি প্রতিষ্ঠান যোগ্য নির্বাচিত হয়েছে।

Leave a Reply