মুন্সিগঞ্জে হুইপ এমিলি

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ঢাকার কাছে অবস্থিত ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। ইতিমধ্যে মুক্তারপুর সেতু চালু হবার পর এ জেলার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং পদ্মা সেতু নির্মাণের পর এ জেলার গুরুত্ব আরো বাড়বে। তখন ঢাকার এক্সটেনশন হিসেবে এ জেলাকে ব্যবহার করা হবে। আর এ সব কিছুই সম্ভব সকলের সম্মিলিত প্রচেষ্টায়। গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব সব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিটা মানুষ যদি তার দায়িত্ব-কর্তব্য সঠিক ভাবে পালন করে তবেই সমাজের উন্নয়ন সম্ভব। সমাজ বির্নিমানে অগ্রনী ভূমিকা পালন করে সংবাদকর্মীরা। তাদের সঠিক সংবাদ পরিবেশনায় অনেক সমস্যারই সমাধান সম্ভব। তিনি সাংবাদিকদের বস্তুনির্ভর সংবাদ পরিবেশনের আহবান জানান। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান।

হুইপ এমিলি এ সময় দিগন্ত টেলিভিশনের দুই বছর পুর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং র‌্যালিতে অংশ নেন।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
২৮ আগস্ট ২০১০

[ad#co-1]

Leave a Reply