মুন্সিগঞ্জে আ’লীগ সমর্থিত দু’গ্র“পে গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ

শতাধিক নেতাকর্মী গ্রাম থেকে বিতাড়িত
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে সোমবার দুপরে আ’লীগ সমর্থিত দু’গ্র“পের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ভাংচুর করা হয়েছে অন্তত ১২ টি বসতঘর। এ সময় মোল্লাকান্দি আ’লীগের একটি গ্র“পের শতাধিক নেতাকর্মীকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে। দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে ধাওয়া-ধাওয়ির এক পর্যায়ে প্রতিপক্ষ গ্র“পের গুলিবর্ষনের মুখে ওই শতাধিক নেতাকর্মী গ্রাম ছাড়তে বাধ্য হয়। বিকালে মোল্লাকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নুরুল আমিন দেওয়ান, ইউপি সদস্য কামাল কাজী গ্র“প ও আ’লীগ কর্মী স্বপন দেওয়ান গ্র“পের মধ্যে ওই গোলাগুলি ও সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্তকিতে মুন্সীরকান্দি গ্রামের ইউপি সদস্য কামাল কাজীর বাড়িতে হামলা চালায় স্বপন দেওয়ান গ্র“পের অর্ধ-শত অস্ত্রধারী। এ সময় ইউপি সদস্যের ৩ টি বসতঘর ভেঙ্গে তছনছ করে তারা। এ খবর পেয়ে কামাল কাজীর লোকজন ছুটে আসলে উভয় গ্র“পে গোলাগুলি বাঁধে। পরে স্বপন দেওয়ানের গ্র“পের লোকজন মোল্লাকান্দি আ’লীগের সাধারন সম্পাদকসহ ৪ জনের ৯ টি বসতঘর ভাংচুর করে। গুলিবিদ্ধদের পরিচয় জানাতে পারেনি সদর খানার ওসি শহিদুল ইসলাম। তবে ইউপি সদস্য কামাল কাজী গুলিবিদ্ধদের নাম গোপন করে জানান, তাদেরকে গোপনে অন্যত্র চিকিৎসা দেয়া হচ্ছে।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
৩০ আগস্ট ২০১০

[ad#co-1]

Leave a Reply