অপহরণের ৩৭ দিন পর উদ্ধার

অপহরণের ৩৭ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় অপহৃত সুজাব আলীকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত ২৫শে জুলাই গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে কান্দারগাঁও গ্রামের আপন ৩ ভাই জলিল, খলিল ও মোছলেউদ্দিন এবং মেঘনা ঝাউচর গ্রামের জনৈক দীপু ও মহসীনসহ ৭-৮ জনের একটি দল ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে। গত ২০ দিন আগে ওই বাড়ি থেকে রাতের অন্ধকারে চোখ বেঁধে উপজেলার কান্দারগাঁও গ্রামে নিয়ে আসে। সুজাব জানায়, কান্দারগাঁও গ্রামে নিয়ে আসার পর তার ওপর নির্যাতন করে অপহরণকারীরা। সে জানায়, অপহরণকারীরা তাকে একটি আবদ্ধ কক্ষে শিকল দিয়ে বেঁধে আটকে রাখে। তারা তাকে ২-৩ দিন পর পর একবেলা খাবার দিত। যেই কক্ষে তাকে আটক রাখা হয়েছিল সেই কক্ষেই একটি পানির বোতলে মূত্র ত্যাগ করত সে। সুজাব আলী জানান, তার বাড়ি কুড়িগ্রাম জেলার কসাকাটা থানার চরশতিপুর গ্রামে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে কৃষিকাজ করতে আসার সুবাদে কান্দারগাঁও গ্রামের পিয়ার আলীর পুত্র আ. জলিল (৩৫), মো. খলিল (৩০) এবং মোছলেউদ্দিন (৪০) এর সঙ্গে পরিচয় হয় তার। তাকে কেন অপহরণ করে এখানে আটক করা হয়েছে প্রথম দিকে না জানলেও গত কয়েকদিনে অপহরণকারীরা একে অপরের সঙ্গে কথা বলা থেকে সে বুঝতে পেরেছে অপহরণকারীদের সঙ্গে তার এলাকার মৃত আলী আখনের পুত্র আশ্রাব আলী ও মজনু এবং মৃত কুদ্দুস মণ্ডলের পুত্র নূর মোহাম্মদের সঙ্গে সীমান্ত পিলার ব্যবসার টাকা নিয়ে ঝামেলা হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য তাকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে।

[ad#co-1]

Leave a Reply