শিশু এমিলির ‘ঈদ যন্ত্রণা’

মাওয়া ঘাট
পাঁচ বছরের শিশু এমিলি। শুক্রবার মায়ের সঙ্গে এবার প্রথম ঈদ করতে যাচ্ছে গ্রামের বাড়ি খুলনায়। কিন্তু ঢাকা থেকে বাসে উঠতে গিয়েই হয় বাজে অভিজ্ঞতা তার। প্রথমেই প্রতারণার শিকার হয় তারা সুন্দরবন বাস কর্তৃপক্ষের কাছে। এরপর মাওয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের সঙ্গে যানজটে আটকা পড়ে এমিলির ঈদে গ্রামে যাওয়ার সাধ অনেকটা বিরক্তিতে পরিণত হয়। এমিলির মা জানালেন, বাস কর্তৃপক্ষ ১৫০ টাকার ভাড়া ১৮০ টাকা নিয়ে সিট দেওয়ার কথা বললেও তাঁকে ও তাঁর মেয়েকে সিট না দিয়ে ইঞ্জিনের ওপর বসিয়ে দেয়। এখন বাধ্য হয়েই এখানে গরমে পুড়ে যেতে হচ্ছে। আর মাওয়া ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলে রো রো ফেরি ভাষা শহীদ বরকত নাব্যতা সংকটে আটকে যায়। চরজানাজাত (কাওরাকান্দি) ঘাট থেকে ছেড়ে আসা ওই ফেরিটিতে এ সময় ১৫টি ট্রাক পাঁচটি ছোট গাড়িসহ ২০-২২টি বিভিন্ন যানবাহন ছিল। অপর দিকে একই সময় একই স্থানে আরেকটি রো রো ফেরি শাহ মখদুম ডুবোচরে আটকা পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার করা হলেও ভাষা শহীদ বরকত এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভম হয়নি। বিআইডাবি্লউটিসির মেরিন অফিসার আ. সোবাহান জানান, ফেরিটির উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিআইডাবি্লউটিএর মাওয়া অফিসের উপপরিচালক আ. সালাম জানান, আগের চ্যানেলে প্রতিদিন তিন থেকে চার সেন্টিমিটার পানি হ্রাস পাওয়ায় এ চ্যানেলটিতে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করে। যা দিয়ে ফেরি চলাচল দুরূহ হয়ে পড়লে এ চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। বেলা ১২টার দিকে মাওয়া থেকে প্রথমে ওপরে গিয়ে কবুতরখোলা হয়ে আবার নিচের দিকে কাওলিয়ারচর হয়ে ফেরিগুলো আবার উপরের দিকে চরজানাজাতের দিকে চলাচল করছে। এতে আগের চেয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে ফেরিগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে সময়ও লাগছে আগের থেকে এক ঘণ্টা বেশি।

এদিকে নতুন চ্যানেলে সময় এক ঘণ্টা বেশি লাগায় মাওয়া-চরজানাজাত নৌরুটে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ঈদে ঘরমুখো মানুষের চাপে এখানে বিপর্যয় দেখা দিতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট ফেরি কর্তৃপক্ষ। বিপর্যয় এড়াতে এখানে ফেরির সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন কর্তৃপক্ষ।

[ad#co-1]

Leave a Reply