গজারিয়ার ২টি হিমাগারে পচন : ১৫ হাজার বস্তা আলু নদীতে

গজারিয়া উপজেলার বোগদাদীয়া ও মেঘনা মাল্টিপারপাস হিমগারে রক্ষিত কৃষকের পচে যাওয়া ১৫ হাজার বস্তা আলু ফুলদী নদীতে ফেলে দেয়া হয়েছে। এছাড়া পচে যাওয়া আরও আলুর বস্তা স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যে কৃষকরা আলু ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বস্তাপ্রতি ৮০০ টাকা লোকসান দিতে হচ্ছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। আলুর পাইকার না থাকা ও পচন দেখা দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

কৃষকরা জানায়, ভোগদাদীয়া কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা ৭০ হাজার ও মেঘনা মাল্টিপারপাস হিমাগারের ১ লাখ ২০ হাজার বস্তা আলু ধারণক্ষমতা রয়েছে। উপজেলার ২৫ হাজার কৃষক আলু সংরক্ষণ করেছিল। বিদ্যুতের লোডশেডিংসহ একাধিক কারণে সংরক্ষিত আলুতে পচন দেখা দেয়। এতে হাজার হাজার বস্তা পচে যাওয়া আলু ফুলদী নদীতে ফেলে দেয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন বের করা আলুর মধ্যে পচে যাওয়া আলু স্তূপ করে রাখা হচ্ছে। বস্তাপ্রতি হিমাগার ভাড়া ২৬০ টাকা করে আদায় করা হচ্ছে। কৃষক কাদের মিয়া জানান, প্রতি বস্তা আলুতে ১২০০ টাকা খরচ হলেও, এখন তা বিক্রি করতে হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এতে বস্তাপ্রতি ৮০০ টাকা লোকসান হওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে। রসুলপুরের কৃষক আবুউদ্দিন জানান, এবার তিনি ৮০ কানি জমিতে আলু রোপণ করলে প্রতি কানিতে ৪০ হাজার টাকা খরচ হয়। কিন্তু এখন ২০০ টাকা বস্তা বিক্রি করায় অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে। কৃষকরা জানান, কৃষকদের বাঁচাতে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

[ad#co-1]

Leave a Reply