পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সোববার হতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সকল প্রকার ট্রাক পারাপার ঈদের পূর্ব পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ট্রাকগুলোকে আজ হতে মাওয়া থেকে ১০ কি. মি. দূরে শ্রীনগর উপজেলার ছন বাড়িতে আটকিয়ে দেয়া হবে। তবে যাত্রীবাহি পরিবহনের চাপ না থাকলে সুযোগ বুঝে ট্রাক পার করা হতে পারেও বলে ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন। তাছাড়া ঘাটে যানজট এড়াতে আজ হতে মাওয়া ঘাট এলাকার সকল বাস স্ট্যান্ড মাওয়া চৌরাস্তায় সড়িয়ে নেয়া হবে। প্রয়োজনে চৌরাস্তা হতে মাওয়া ঘাট পর্যন্ত সকল প্রকার রিক্সা চলাচলও বন্ধ করে দেয়া হতে পারে। আইন শৃঙ্খলা ও যানজট নিরসনে গতকাল রোববার এক ল¬াটুন আর্ডম পুলিশ মোতায়েন করা হয়েছে । আরো এক ল¬াটুন আর্ডম পুলিশ আজ সোমবার হতে মোতায়েন করা হবে। এছাড়া কমিনিউটি পুলিশ, আনছার ও থানা পুলিশও ঘর মুখো মানুষকে নিরাপদ ও নিবিঘেœ বাড়ি পৌছতে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
০৫.০৯.১০
[ad#co-1]
Leave a Reply