পদ্মা সেতু নির্মাণে এডিবির সহায়তা আসছে নভেম্বরে

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পদ্মা সেতু নির্মাণের সহায়তার অর্থ আগামী নভেম্বরের মধ্যেই প্রদান করবে বলে আশ্বাস দিয়েছে। আজ রোববার বিকেলে এডিবি-র সফররত ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝাও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে তার সচিবালয়স্থ অফিসে দেখা করে এ আশ্বাস দেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত এডিবি-র কান্ট্রি ডিরেক্টর থেবা কুমার কানডিয়াহও উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান শাহেদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে আর্থিক বিষয়সহ পারস্পরিক বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে এডিবির নেতারা ও অর্থমন্ত্রী মতবিনিময় করেছেন। আলোচনায় বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও রেলওয়ে খাতের উন্নয়নসহ পদ্মা সেতুর জন্য অতিরিক্ত সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এডিবি। কান্ট্রি ডিরেক্টর থেবা কুমার সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু ছাড়াও বিদ্যুৎ প্রকল্পে সহায়তা নিয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে সরকার যত তাড়াতাড়ি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করবে, তত তাড়াতাড়ি আমরা সহায়তা দেব।

[ad#co-1]

Leave a Reply