মুন্সিগঞ্জে যৌতুকের বলি আসমা

ঈদের দিন দুপুরে সদর উপজেলার মালির পাথর গ্রামের ভাড়া বাড়িতে গৃহবধু আসমা(২০)কে যৌতুকের কারনে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার স্বামীর নাম আঃ রহিম। আসমার গ্রামের বাড়ি বরগুনা জেলায় বেতাকী থানায়। ঘাতক স্বামী পলাতক রয়েছে। লাশ ময়সাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১৪২৬৭০
১২.০৯.১০

Leave a Reply