মুন্সিগঞ্জে সৌদি প্রবাসীকে হামলার মামলা রুজু করেনি পুলিশ

তিন দিন গত হলেও সন্ত্রাসী হামলার মামলা রুজু করেনি মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। ঈদের আগের দিন রাতে অর্থাৎ শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার জোড়পুকুরপাড় এলাকার সৌদি প্রবাসী শেখ মো: আওলাদ হোসেনকে (৩৩) কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় প্রবাসীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহতের বড় ভাই মো: দেলোয়ার হোসেন সদর থানায় লিখিত অভিযোগ করলেও মামলা রুজু করেনি পুলিশ।

জানা গেছে, ঈদের আগের দিন শুক্রবার রাতে শহরের উপকন্ঠ জোড়পুকুরপাড় এলাকার সৌদি প্রবাসী শেখ মো: আওলাদ হোসেন দূর্গাবাড়ি বাজারে ঈদের মুদি সদাই কিনতে আসে। এসময় একই এলাকার নূর ইসলাম (৫৫) ও মাসুম মিয়া (৩৬) সহ ৮-১০জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা সৌদির চার’শ-রিয়েল যা বাংলাদেশি আনুমানিক দুই লক্ষ টাকা ও দুইভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে উপস্থিত থাকা এলাকাবাসী আওলাদকে আহত অবস্থায় হাসপাতাল ভর্তি করে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। এব্যাপারে আহতের বড়ভাই মো: দেলোয়ার হোসেন ঘটনার দিন মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে মামলা রুজু করেনি পুলিশ। এদিকে মামলা না নেয়ার সুযোগে সন্ত্রাসীরা আহতের পরিবারদের এলাকা ছাড়া-করা সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে আহতের বড় ভাই দেলোয়ার জানিয়েছেন। মামলা রুজু না করার কারণ জানতে চাইলে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন ঘটনাটি তদন্তের পরে মামলা রুজু করা হবে।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
১৩.০৯.১০

[ad#co-1]

Leave a Reply