ফারইস্টের মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরে›স কোম্পানি লিমিটেডের মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে আয়োজিত ব্যবসা উন্নয়ন সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কোম্পানির পরিচালক, নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশনের পরিচালনা বোর্ডের সদস্য, বিশিষ্ট শিল্পপতি মো. মোশাররফ হোসেন পুস্তি। মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ জেএসভিপি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মুন্সীগঞ্জ জোন-৩ ইনচার্জ জেভিপি মো. ফজলুল করিম, মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার (সাবী) ইনচার্জ জেএএম মো. এমরান হোসেন, মুন্সীগঞ্জ জোন-২ ইনচার্জ জেভিপি মো. মিজানুর রহমান ও মুন্সীগঞ্জ জোন-১ ইনচার্জ এভিপি মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

[ad#co-1]

Leave a Reply