ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরে›স কোম্পানি লিমিটেডের মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে আয়োজিত ব্যবসা উন্নয়ন সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কোম্পানির পরিচালক, নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশনের পরিচালনা বোর্ডের সদস্য, বিশিষ্ট শিল্পপতি মো. মোশাররফ হোসেন পুস্তি। মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ জেএসভিপি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মুন্সীগঞ্জ জোন-৩ ইনচার্জ জেভিপি মো. ফজলুল করিম, মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার (সাবী) ইনচার্জ জেএএম মো. এমরান হোসেন, মুন্সীগঞ্জ জোন-২ ইনচার্জ জেভিপি মো. মিজানুর রহমান ও মুন্সীগঞ্জ জোন-১ ইনচার্জ এভিপি মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
[ad#co-1]
Leave a Reply