মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে নৌকাবাইচ শুক্রবার

মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে নৌকাবাইচ হবে শুক্রবার। এ উপলক্ষে নদীবেষ্টিত মুন্সীগঞ্জ শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় মুন্সীগঞ্জের মিরকাদিম নদী বন্দর থেকে শুরু হবে এ বিশাল আয়োজন। শেষ হবে তিন কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর সহচর ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন। পুরস্কার বিতরণ পর্বে মুন্সীগঞ্জের সব আসনের সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে।

গ্রাম-বাংলার ঐতিহ্য এই নৌকাবাইচ উৎসবকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে ধলেশ্বরী তীরের এ শহরে।

শহরের বিভিন্ন রাস্তায় তোরণ বানানো হয়েছে। রঙিন ব্যানার লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে বাজানো হচ্ছে নৌকাবাইচ উৎসবের গান।

আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক মো. আজিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন প্রজন্মকে দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং আবহমান বাংলার এই ঐহিত্যকে ধারণ করার জন্যই সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই জনপদে বড় আকারে এ আসরের প্রস্তুতি চলছে।

প্রতিযোগিতার পুরস্কারসহ অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানান তিনি।

২৫ বছর, ৫০ বছর ও পঞ্চাশোর্ধ মাল্লাদের নির্দিষ্ট প্রতিযোগিতা ছাড়াও দুইমাল্লা ডিঙ্গি নৌকা ও ছৈওয়ালা নৌকার উন্মুক্ত প্রতিযোগিতাও থাকবে উৎসবে। হরেক রকমের শতাধিক নৌকার এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন প্রতিযোগীরা।

এদিকে এই উৎসবের সংবাদ প্রচার করতে বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিরাও নানা প্রস্তুতি নিতে শুরু করেছে।

[ad#co-1]

One Response

Write a Comment»
  1. ভালো উদ্যোগ বটে। কিন্তু আমার প্রশ্ন মিরকাদিম হচ্ছে এম. ইদ্রিস আলীর বাড়ী এবং তিনি এই সিটের এম. পি. , তিনি কোথায়?

Leave a Reply