শুক্রবার গভীর রাতে শ্রীনগর উপজেলা সদরের দেউলভোগ কালী মন্দিরে দুর্গা মূর্তি ভংচুর হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহ মিজানুর হেমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় সংসদ সুকুমার রঞ্জন ঘোষ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, মন্দিরের জায়গা সিমানা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। এখানে সম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত ভালো।
শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসন্ন দুর্গা পূজার জন্য এই মন্দিরে মূর্তি তৈরী করা হচ্ছিল। রাতে তা ভাংচুর করা হয়। মন্দির কমিটির সভাপতি কাজল দাস বাদী হয়ে এ ব্যপারে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক মন্দিরের জমির সিমানা নিয়ে বিরোধকারীদের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় সনাতনধর্মাবলম্বীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোহাম্মদ সেলিম মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
[ad#co-1]
Leave a Reply