মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় অ্যানথ্রাক্্র টিকার জন্য ১০০টাকা করে আদায় করা হচ্ছে। উপজেলা পশু হাসপাতালে গরু প্রতি অ্যানথ্রাক্্র টিকা দেওয়ার জন্য এই টাকা নিচ্ছেন বলে জানান গরুর মালিকরা। গত মঙ্গলবার উপজেলার ধীপুর ইউনিয়নের বর নগরকান্দ্রি গ্রামে গরুগুলিকে এই টিকা দেওয়া হয়। টিকা দিতে আসা পশু হাসপাতালের ডাঃ আঃ রাজ্জাক ও শাহ আলম এই টাকা গ্রহন করেন বলে জানান গরুর মালিক আঃ জব্বার কবিরাজ। জানা যায়, দরিদ্র দিন মজুর সোহরাব কাজের তাগিদে বাড়ির বাহিরে গেলে চিকিৎসক টিকা দিতে আসে এ সময় টিকার টাকা নেই বলে সোহরাবের পরিবার জানালে তারা টিকা না দিয়েই চলে যেতে চাইলে পাশের বাড়ী থেকে ধার করে টাকা এনে টিকা দেন। টিকা প্রদানকারী ডাঃ আঃ রাজ্জাক জানায় টিকার জন্য এই টাকা নির্ধারিত টাকা দিতে না চাইলে ঠিক আছে আমরা চলে যাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা আঃ জলিল জানান- টিকার জন্য কোন টাকা নেওয়ার কথা আমি শুনি নাই কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেব। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহীদ জানান সরকার অ্যানথ্যাক্্র টিকা বিনা পয়সায় দিয়েছে।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
২২.০৯.১০
[ad#co-1]
Leave a Reply