ফেরি লঞ্চ সংঘর্ষ
বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলার মাওয়ায় ফেরি ও লঞ্চের সংঘর্ষে ছিটকে পড়ে অন্তত ৩ যাত্রী পদ্মায় নিখোঁজ রয়েছে। লঞ্চটি শরীয়তপুরের উদ্দেশ্যে মাওয়া ঘাট থেকে ছাড়ামাত্র প্রচন্ড স্রোতে একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগে। সেকান্দার ঢালী (২৫) নামে জাজিরার গঙ্গানগর এলাকার এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে রাত্র ১১ টার দিকে মাওয়া ঘাটে খোঁজ করতে আসা সেকান্দারের এক আত্মীয় জানান। তিনি জানান, একই এলাকার এক কুয়েতে প্রবাসীও লঞ্চ থেকে পড়ে যায়। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। এই দুই জনের বাইরে ব্রিফকেসসহ আরো এক ব্যক্তি লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী মনির হোসেন দাবী করেছেন।
লৌহজং থানার ওসি হেলালউদ্দিন রাত ১২টায় সর্বশেষ তথ্য দিয়ে জানান, সম্ভবত সেভেন স্টার নামে লঞ্চটি মাওয়া থেকে শরীতপুর যাওয়ার পথে ফেরির সঙ্গে ধাক্কা লেগে অর্ধ নিমজ্জিত হয়। এ সময় কয়েক যাত্রী পদ্মার তীব্র কারেন্টর মধ্যে পড়ে যায়। এদের একজন তীরে উঠলেও বাকীদের ভাগ্যে কি হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
২৪.০৯.১০
[ad#co-1]
Leave a Reply