ঢাকা-রেঙ্গুনের মধ্যে ৪র্থ জেটিসি বৈঠক
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে:
মাওয়া ফেরিঘাট থেকে লঞ্চঘাট, সিবোট ঘাট ও ট্রলার ঘাট মাওয়া চৌরাস্তার কাছে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান গতকাল এ নির্দেশ দেন। একই সঙ্গে মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা পরিষদের ওপর অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জেলা পরিষদের এই ঘাটটি ফেরিঘাটের মাঝখানে থেকে সমস্যার সৃষ্টি করছে। ঘাটটি স্থানান্তর করার কথা থাকলেও জেলা পরিষদ তা সরিয়ে নিচ্ছে না।
মন্ত্রী আরো বলেন, মাওয়া ফেরিঘাট এলাকায় বার বার দুর্ঘটনা সহ্য করা হবে না। তাই দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। গত বৃহস্পতিবার রাতে ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষে ১০ যাত্রী নিখোঁজ হলে শুক্রবার নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান আকস্মিক মাওয়া ফেরিঘাট সফরে যান।
[ad#co-1]
Leave a Reply