শামসুল ইসলামের বাড়ি থেকে মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের মুন্সীগঞ্জের বাড়ি থেকে কষ্টিপাথরের শিব নারায়ণ মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তার দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী পাশের মনির হোসেন নামের আরেকজনের বাড়ি থেকে আরো একটি শিব নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় শামসুল ইসলামের সদর উপজেলার সুখবাসপুরের বাসভবনে প্রথমে অভিযান চালায় র‌্যাব। ভবনের নিচতলার একটি দাতব্য চিকিৎসালয়ের পরিত্যক্ত অপারেশন কক্ষে মূর্তিটি ছিল।

এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম (৪২) ও মঞ্জুর আলমকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মুন্সীগঞ্জের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মিলন জানান, র‌্যাবের গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে ওই দু’জনের সঙ্গে কথা বলেন। তারা প্রায় ৮৭ কেজি ওজনের মূর্তিটির দাম চান ২০ কোটি টাকা।

ওই দামে কেনার কথা বলে মূতিটি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের ভাগ্যকূলের র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। তারা মূর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।

এরপর সন্ধ্যায় মনির হোসেনের বাড়ি থেকে ৩৫ কেজি ওজনের আরেকটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে র‌্যাব কর্মকর্তা জানান।

এম শামসুল ইসলাম ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে এলে এই ভবনের দ্বিতীয় তলায় থাকেন। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিডি নিউজ 24
——————————————–

সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের বাসভবন থেকে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ কেয়ার টেকারসহ গ্রেফতার ২

রবিবার সন্ধ্যায় সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের মুন্সিগঞ্জ সদর উপজেলার সুখবাসপুরস্থ বাসভবন থেকে ৮৭ কেজি ওজনের কষ্টি পাথরের শীবনারায়ণ মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এই সময় হাতে নাতে গ্রেফতার করেছে বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম (৪২) ও মঞ্জুর আলমকে (৫৫)।

র‌্যাবের মুন্সিগঞ্জের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মিলন জানান, গ্রেফতারকৃতদের সাথে র‌্যাবের এক গোয়েন্দা সদস্যের সাথে এই মূর্তিটির মূল্য নির্ধারণ হয়েছিল ২০ কোটি টাকা। ২০ কোটির এক পয়সা কমেও এটি বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। পরে ২০ কোটি টাকা দামেই মূর্তি কেনার ছলে হাতে নাতে তাদের পাকড়াও করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভাগ্যকূলের র‌্যাব ক্যাম্পে নেয়া হয়েছে। এই মূর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত আরও কয়েক জনের নাম তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এম শামসুল ইসলামের পৈত্রিক ভবনের নিচ তলার হাসতালালের পরিত্যক্ত অপারেশন কক্ষ থেকে বিশাল এই মূর্তিটি উদ্ধার করা হয়। সাবেক তথ্যমন্ত্রী ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে আসলে এই ভবনের দ্বিতীয় তলায়ই রাত যাপন করেন। তার নির্বাচনও এই ভবন থেকেই হয়ে থাকে। তবে তাৎক্ষনিক এ ব্যাপারে এম শামসুল ইসলামের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে গ্রফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক রাত পৌনে ৭টার দিকে সুখবাসপুরের মনির হোসেনের ঘর থেকে ৩৫ কেজি ওজনের আরও একটি কষ্টি পাথরের শীব নারায়ণ মূর্তি উদ্ধার করেছে। তবে মনিরকে খুজেঁ পায়নি র‌্যাব।

বিক্রমপুর সংবাদ

[ad#co-1]

Leave a Reply