মুন্সীগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

মুন্সীগঞ্জে (দেওয়ান প্লাজা, ৬৭/৬, বাজার রোড, মুন্সীগঞ্জ) সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংকের ৮৬তম শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী আনুষ্ঠানিকভাবে ব্যাংকের মুন্সীগঞ্জ শাখার উদ্বোধন করেন। এর আগে নতুন শাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, শিক্ষাবিদ, সাংবাদিক ও দোকান মালিকরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং তারা ডাচ্-বাংলা ব্যাংকের জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

[ad#co-1]

Leave a Reply