মুন্সিগঞ্জে জাঁকজমকভাবে শিশু অধিকার সপ্তাহ পালিত হচ্ছে। বর্ণাঢ্য র্যালী, অভিনয়, যেমন খুশি সাঁজ, গান নৃত্য, আলোচনাসহ চলছে নানা আয়োজন। সোমবার ও মঙ্গলবার শিশুদের এসব অনুষ্ঠানে মুখর রয়েছে জেলা শিল্পকলা একাডেমী। বাকী পাঁচদিনও সাঁজানানো হয়েছে শিশুদের প্রিয় অনুষ্ঠান দিয়ে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আজিজুল আলম। এডিসি এএসএম মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোট মতিউল ইসলাম হিরু ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম। বৈচিত্রপূর্ণ এবারের আয়োজনে দেশ বরণ্যে অভিনেতা টেলিসমাদ সঙ্গীত পরিবেশন করে শিশুদের মাতিয়ে তুলেন।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১৪২৬৭০
০৫.১০.১০
[ad#co-1]
Leave a Reply