মুন্সীগঞ্জে আঁখি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান উপজেলার লতুব্দি গ্রামে গৃহবধূ আঁখি আক্তার হত্যাকারীদের বিচার ও পুনঃময়না তদন্তের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে মানববন্ধন হয়েছে। মুন্সীগঞ্জ আদালতের সামনের রাস্তায় নারী-পুরুষ ও শিশুরা এই মানব বন্ধনে অংশ নেয়। এক সন্তানের জননী আঁখি আক্তারের লাশ গত শবেবরাতের পরের দিন রাতে স্বামীর বাড়ির পাশে নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন আঁখি আক্তারের পিতা মোখশের খান বাদি হয়ে স্বামী বিল্লাল শেখকে প্রধান আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করে। যৌতুকের কারণে আঁখি আক্তারকে হত্যা করা হয় বলে পরিবারের লোকজন জানায়।

[ad#co-1]

Leave a Reply